গরমের সময় ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল! শুধু ছাদে এই ৫টি কাজ করুন
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মতো গ্রীষ্মপ্রধান (Summer Season) দেশে গরম পড়লেই কার্যত কালঘাম ছোটে। বিশেষ করে যদি আপনি বাড়ির টপ ফ্লোরে থাকেন বা ছাদের ঠিক নীচের ঘরে থাকেন তাহলে তো আরো বড় সমস্যা। কারণ সারাদিন সূর্যের প্রখর রোদ সরাসরি ছাদে পড়ে, যা ধীরে ধীরে নীচের ঘরগুলিকে আগুনের মতো উত্তপ্ত করে তোলে। অনেকে এয়ার কন্ডিশনের ব্যবহার করেন। কিন্তু এটি বিদ্যুতের বিলের উপর চাপ বাড়ায় এবং এটি শুধুমাত্র ঘরের নির্দিষ্ট অংশকেই ঠান্ডা রাখে। আবার রান্নাঘর, বাথরুমের মত জায়গায় তো আর এসি বসানো সম্ভব নয়। তাহলে উপায় কী? আজ আমরা এমন কিছু সহজ ও কার্যকরী টিপস নিয়ে আলোচনা করবো, যেগুলি মেনে চললে আপনি খুব সহজেই ছাদ এবং ঘরকে ঠান্ডা রাখতে পারবেন, তাও অতিরিক্ত খরচ ছাড়াই।
ছাদকে ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকরী উপায়গুলির মধ্যে একটি হলো ছাদে বাগান তৈরি করা। যদি আপনার বাড়ির ছাদে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে সেখানে টব বা গামলায় করে বিভিন্ন ধরনের গাছ লাগান। আপনি চাইলে বিভিন্ন ঘাসও বিছিয়ে দিতে পারেন। কারণ গাছপালা সূর্যের আলো শোষণ করে না। এতে ছাদ সরাসরি উত্তপ্ত হবে না।
আপনার ছাদকে ঠান্ডা রাখার জন্য আরেকটি সহজ কার্যকরী উপায় হল ছাদে হালকা রঙের প্রতিফলিত পেইন্ট করা। বিশেষ করে সাদা বা নীল চুন ছাদে লাগালে সূর্যালোক প্রতিফলিত হয় এবং ছাদ কম গরম হয়। বিজ্ঞান বলছে, সাদা রঙের ছাদ সাধারণ ছাদের তুলনায় ২০ থেকে ৩০% বেশি ঠান্ডা রাখে।
সরাসরি ছাদে রোদ পড়লে ছাদ দ্রুত গরম হয়। তাই ছাদের উপর সেড বা ছাউনি তৈরির ব্যবস্থা করুন। এটি আপনি বাঁশ বা প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারবেন। এতে ঘর ঠাণ্ডা থাকার পাশাপাশি বৃষ্টির সময়ও কাজ করবে।
সোনার প্যানেল শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ই করে না। বরং এটি ছাদকে গরম হওয়ার হাত থেকে বাঁচায়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সোলার প্যানেল একদিকে সূর্যের তাপকে শোষণ করে, অন্যদিকে তা থেকে বিদ্যুৎ তৈরি করে। এতে বাড়ির বিদ্যুৎ খরচও কমে এবং ঘরও ঠান্ডা থাকে। তাই আজই সামর্থ্যের মধ্যে একটি সোলার প্যানেল লাগিয়ে নিন।
আপনি যদি খুব তাড়াতাড়ি ও স্বল্প ব্যয়ে ছাদ ঠান্ডা করতে চান, তাহলে ছাদে ভেজা খড় বা পাটের চট বিছিয়ে দিতে পারেন। খড়ের আস্তরণ সাধারণত সূর্যের তাপকে টেনে নেয় এবং ছাদকে ঠান্ডা রাখে।
গরমের দিনে ছাদ থেকে আসা অতিরিক্ত তাপ যেভাবে ঘরকে অসহনীয় করে তোলে, তাতে এই কয়েকটি সহজ উপায় মেনে চললেই এই সমস্যা দূর করতে পারবেন। তাই এখনই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং উত্তপ্ত ঘরকে রাখুন ঠান্ডা ঠান্ডা কুল কুল।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪শে মার্চ, সোমবার। আজ কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে।…
UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! যদি আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বেকারত্ব যেন এক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাকরির সুযোগ সীমিত…
বর্তমান সময়ের মহিলাদের স্বনির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান এমন অনেক মহিলা…
This website uses cookies.