গরমে দেবে ঠান্ডার অনুভূতি, জনপ্রিয় বাইকের সঙ্গে 5 হাজার টাকার কুল জ্যাকেট সম্পূর্ণ ফ্রি
বাইকের সঙ্গে দামি রাইডিং জ্যাকেট একদম বিনামূল্যে পাওয়া যাবে। এই অফার এনেছে KTM। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অফার সম্পর্কে ঘোষণা করেছে। জানা গিয়েছে, KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে দামি Rynox রাইডিং জ্যাকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওও যাবে। দেশজুড়ে কেটিএমের সমস্ত শোরুমে এই অফারটি পাওয়া যাবে।
KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে যে রাইডিং জ্যাকেট বিনামূল্যে পাবেন, সেটি হল- Rynox Cypher GT। জ্যাকেটের দাম ৪,৯৫০ টাকা। এই জ্যাকেটের হাতা এবং বুকের জায়গায় রয়েছে কেটিএম লোগো। এটি গ্রীষ্মকালে পরার জন্য উপযুক্ত বলে দাবি কোম্পানির। কারণ এর বাইরের বেশিরভাগ অংশে টেক্সটাইল প্যাচ-সহ বিশেষ জাল রয়েছে।
সুরক্ষার দিক থেকে, কাঁধ, কনুই এবং পিঠের জন্য স্ট্যান্ডার্ড হিসাবে Cerros লেভেল 2 প্রোটেক্টর পাওয়া যাবে। এর পাশাপাশি বুকের অংশে অভ্যন্তরীণ পকেট রয়েছে, কিন্তু, বুকের বর্মগুলি আলাদাভাবে কিনতে হবে। অনেকের মতে, KTM-এর একটি ভালো পদক্ষেপ। কারণ এই অফার মোটরসাইকেল কেনাকে আরও আনন্দদায়ক করে তোলার পাশাপাশি, বাইক চালানোর সময় রাইডারদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরতে উৎসাহিত করবে।
এই নেকেড বাইকে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ২৪.৬৭ হর্সপাওয়ার এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে একটি ৬ স্পিড গিয়ারবক্স। বাইকে রয়েছে WP সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS-সহ ByBre ব্রেক, ব্লুটুথ কানেক্টিভিটি এবং পাঁচ ইঞ্চি TFT স্ক্রিন। ভারতে বাইকের এক্স-শোরুম দাম ২.০৬ লাখ টাকা (এক্স-শোরুম)।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.