লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

গল্প নয় সত্যি! 12,000 এমএএইচ ব্যাটারির বিশাল বড় ট্যাবলেট আনছে Oppo ও Vivo

Published on:

স্মার্টফোনের পাশাপাশি এখন ট্যাবলেটও বিক্রি হচ্ছে রমরমিয়ে। এ ক্ষেত্রেও চাইনিজ সংস্থাদের দাপট বেশি। প্রতি বছর পালা করে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ করছে নির্মাতারা। আগামী মাস অর্থাৎ এপ্রিলে তিনটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট বাজারে আসবে বলে জানা গিয়েছে। এগুলি হল Oppo Pad 4 Pro, Vivo Pad 4 Pro, এবং Xiaomi Pad 7s Pro। এখন অফিসিয়াল লঞ্চের আগে একটি সূত্র থেকে প্রতিটি ডিভাইসের ফিচার্স সামনে এসেছে।

Oppo Pad 4 Pro

জনপিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Oppo Pad 4 Pro ট্যাবলেটে ১৩.২ ইঞ্চি এলসিডি প্যানেল এবং Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার হতে পারে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১২,০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। উল্লেখ্য, এটি OPD2409 মডেল নম্বর সহ ওপ্পোর সেই ট্যাবলেট বলে অনুমান করা হচ্ছে, যা 3C সার্টিফিকেশনে ৮০ ওয়াট চার্জার সহ দেখা গিয়েছে। ডিভাইসটি Find X8 Ultra, Find X8S এবং Find X8 Mini স্মার্টফোনের সাথে আত্মপ্রকাশ করতে পারে।

READ MORE:  Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

Vivo Pad 4 Pro

চীনের 3C অথোরিটি PD2573 মডেল নম্বরের ভিভো ব্র্যান্ডের এক ট্যাবলেটকে অনুমোদন দিয়েছে। এটি Vivo Pad 4 Pro বলে মনে হচ্ছে, যা এপ্রিল মাসে Vivo X200 Ultra, X200S এবং Vivo Watch 5 এর সাথে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। টিপস্টারের মতে. Pad 4 Pro তে ১২.৯৫ ইঞ্চি এলসিডি প্যানেল থাকবে। হাই-পারফরম্যান্সের জন্য Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে।

READ MORE:  ৯ হাজার টাকার কমে নতুন এইচপি ল্যাপটপ, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির ফ্লিপকার্ট

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই ফ্ল্যাগশিপ ট্যাবে ১২,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ হবে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আবার সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে যে, ডিভাইসটির স্ক্রিন ৩.১K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।

Xiaomi Pad 7s Pro

সবশেষে, ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমির একটি ট্যাবলেটের কথা উল্লেখ করেছেন, যা ১৪ ইঞ্চি ওলেড প্যানেল এবং ১২০ ওয়াট দ্রুত চার্জিং অফার করবে। তিনি ট্যাবটির মার্কেটিং নাম উল্লেখ না করলেও অন্যান্য প্রতিবেদন অনুসারে, এই ডিভাইসটির নাম Xiaomi Pad 7s Pro যা ইতিমধ্যেই চীনে 3C সার্টিফিকেশন পেয়েছে।

READ MORE:  ল্যাপটপের মতো বিশাল ডিসপ্লে এবার ট্যাবে, বাজার কাঁপাতে আসছে Vivo Pad 4 Pro

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.