গল্প নয় সত্যি! 12,000 এমএএইচ ব্যাটারির বিশাল বড় ট্যাবলেট আনছে Oppo ও Vivo
স্মার্টফোনের পাশাপাশি এখন ট্যাবলেটও বিক্রি হচ্ছে রমরমিয়ে। এ ক্ষেত্রেও চাইনিজ সংস্থাদের দাপট বেশি। প্রতি বছর পালা করে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ করছে নির্মাতারা। আগামী মাস অর্থাৎ এপ্রিলে তিনটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট বাজারে আসবে বলে জানা গিয়েছে। এগুলি হল Oppo Pad 4 Pro, Vivo Pad 4 Pro, এবং Xiaomi Pad 7s Pro। এখন অফিসিয়াল লঞ্চের আগে একটি সূত্র থেকে প্রতিটি ডিভাইসের ফিচার্স সামনে এসেছে।
জনপিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Oppo Pad 4 Pro ট্যাবলেটে ১৩.২ ইঞ্চি এলসিডি প্যানেল এবং Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার হতে পারে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১২,০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। উল্লেখ্য, এটি OPD2409 মডেল নম্বর সহ ওপ্পোর সেই ট্যাবলেট বলে অনুমান করা হচ্ছে, যা 3C সার্টিফিকেশনে ৮০ ওয়াট চার্জার সহ দেখা গিয়েছে। ডিভাইসটি Find X8 Ultra, Find X8S এবং Find X8 Mini স্মার্টফোনের সাথে আত্মপ্রকাশ করতে পারে।
চীনের 3C অথোরিটি PD2573 মডেল নম্বরের ভিভো ব্র্যান্ডের এক ট্যাবলেটকে অনুমোদন দিয়েছে। এটি Vivo Pad 4 Pro বলে মনে হচ্ছে, যা এপ্রিল মাসে Vivo X200 Ultra, X200S এবং Vivo Watch 5 এর সাথে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। টিপস্টারের মতে. Pad 4 Pro তে ১২.৯৫ ইঞ্চি এলসিডি প্যানেল থাকবে। হাই-পারফরম্যান্সের জন্য Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই ফ্ল্যাগশিপ ট্যাবে ১২,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ হবে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আবার সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে যে, ডিভাইসটির স্ক্রিন ৩.১K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।
সবশেষে, ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমির একটি ট্যাবলেটের কথা উল্লেখ করেছেন, যা ১৪ ইঞ্চি ওলেড প্যানেল এবং ১২০ ওয়াট দ্রুত চার্জিং অফার করবে। তিনি ট্যাবটির মার্কেটিং নাম উল্লেখ না করলেও অন্যান্য প্রতিবেদন অনুসারে, এই ডিভাইসটির নাম Xiaomi Pad 7s Pro যা ইতিমধ্যেই চীনে 3C সার্টিফিকেশন পেয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই…
This website uses cookies.