গাড়ি ৫ মিনিট চার্জ করলেই ছুটবে ৪০০ কিমি, নতুন প্রযুক্তির আবিষ্কারে বিশ্বজুড়ে শোরগোল!
ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জিংয়ের সময় কমানোর জন্য ইতিমধ্যে গবেষণা শুরু করেছে একাধিক সংস্থা। পেট্রল বা ডিজেল চালিত গাড়িতে জ্বালানি ভরতে যেখানে কয়েক মিনিট লাগে, সেখানে ইলেকট্রিক গাড়ি ফুল চার্জ করতে লেগে যায় কয়েক ঘণ্টা। এমন পরিস্থিতিতে এক অভাবনীয় প্রযুক্তি আবিষ্কার করে তাক লাগাল চীনের ইভি সংস্থা BYD। সংস্থার, তাদের নতুন প্রযুক্তি মাত্র ৫ মিনিটে গাড়ি ফুল চার্জ করতে সক্ষম।
মূলত, একটি নতুন “সুপার ই প্ল্যাটফর্ম” তৈরি করেছে BYD। এই প্ল্যাটফর্মের অধীনে তৈরি গাড়ি মাত্র ৫ মিনিট চার্জে ৪০০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এই সুপার ই-প্ল্যাটফর্মটিতে ব্যবহার করা হবে পুনঃপ্রকৌশলীকৃত ব্লেড ব্যাটারি প্যাক, যা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চার্জিং মাল্টিপ্লায়ার এবং ১,০০০ কিলোওয়াট পর্যন্ত চার্জিং পাওয়ার পরিচালনা করতে সক্ষম।
চীন তথা বিশ্ব বাজারে পরিচিত ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিল্ড ইওর ড্রিমস বা BYD, যার উপস্থিতি রয়েছে ভারতেও। সংস্থার নোটু সুপার ই-প্ল্যাটফর্মে অতি-দ্রুত চার্জিংয়ের জন্য ব্লেড ব্যাটারি, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটর এবং নতুন প্রজন্মের সিলিকন কার্বাইড পাওয়ার চিপ ব্যবহার করা হবে জানানো হয়েছে। প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে এই অসাধ্য সাধন বিশ্ব বাজারে হইচই ফেলে দিয়েছে।
জানা গিয়েছে, হান L EV এবং ট্যাং L EV হল BYD-এর প্রথম দুটি গাড়ি, যেখানে সুপার ই-প্ল্যাটফর্ম রয়েছে। সংস্থার এই প্রযুক্তি বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহন বাজারের চেহারা বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, BYD-এর নতুন প্ল্যাটফর্মের চার্জিং গতি টেসলার সুপারচার্জারগুলির চেয়ে দ্রুত হবে বলে দাবি করা হয়েছে, যা ১৫ মিনিটে ২৭৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ যোগ করতে পারে। ইভির জন্য চীনজুড়ে ৪,০০০-এরও বেশি চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা করছে BYD।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.