গিরিগিটির মতো রঙ বদলাবে ফোন, Realme P3x 5G দুর্দান্ত প্রযুক্তি সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে | Realme P3x 5G and P3 Pro Launching In India

রিয়েলমি গতকাল পি সিরিজে আরও একটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে Realme P3x 5G। এই সিরিজের অধীনে Realme P3 Pro হ্যান্ডসেটটিও ওইদিন বাজারে আসবে। তবে দুটি ফোনেরই ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে। সংস্থার তরফে আজ Realme P3x 5G এর ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্ট সামনে আনা হয়েছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে অনেক সস্তায় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola ফোন | 50MP Selfie Camera Offer

Realme P3x 5G রঙ বদলানো ব্যাক প্যানেল এবং ভেগান লেদার সহ আসবে

সংস্থার শেয়ার করা পোস্টার থেকে জানা গেছে যে, রিয়েলমি পি৩এক্স ৫জি এর লুনার সিলভার ভ্যারিয়েন্টে স্টেলার আইসফিল্ড ডিজাইন দেখা যাবে। এতে গ্লাস ব্যাক প্যানেল থাকবে যেখানে মাইক্রন-লেভেল এনগ্রেভিং প্রযুক্তি ব্যবহার করায় আলো পড়লেই রঙ বদলাবে। অর্থাৎ আলোর সংস্পর্শে এলে ফোনের পিছনের রং বদলে যাবে।

READ MORE:  ভারতে আগমন কেউ আটকাতে পারবে না! Realme Narzo 80 Pro পেল BIS সার্টিফিকেশন | Realme Narzo 80 Pro Bis Certified India

প্রিমিয়াম টাচ খুঁজছেন এমন ব্যবহারকারীরা রিয়েলমি পি৩এক্স ৫জি এর মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক কালার ভ্যারিয়েন্টে বেছে নিতে পারবেন। এই ভ্যারিয়েন্টগুলি ভেগান লেদার ব্যাক প্যানেল অফার করবে যা আরামদায়ক গ্রিপ এবং হালকা ওজনের অনুভূতি দেবে।

Realme P3x 5G এর স্লিম প্রোফাইল

আসন্ন ফোনটি কেবল ৭.৯৪ মিমি পুরু হবে এবং এর ওজনও কম থাকবে। P3 Pro এর মতো, P3x ফ্লিপকার্ট, realme.com এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

READ MORE:  Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

Scroll to Top