গুজব নাকি বাস্তব? ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে ফাঁস হল আসল তথ্য
ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের (Aishwarya Abhishek) বিবাহবিচ্ছেদের গুজব, বাস্তব নাকি কাল্পনিক? প্রশ্ন উঠেছে বারংবার। এবার তারই উত্তর ফাঁস করলেন ঐশ্বর্য নিজেই। আসলে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে।
বেশ কিছুদিন ধরেই এই দম্পতি জল্পনা-কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন, পুরনো সাক্ষাৎকার এবং ভিডিওগুলি আবারও আগুনে ঘি ঢালছে। এখন কী ঘটছে তা জানুন।
ঐশ্বর্য রাই বচ্চন অতীতে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে কথা বলেছেন। ২০০৫ সালে অপরাহ উইনফ্রের একটি অনুষ্ঠানে একটি বিখ্যাত উপস্থিতির সময়, তিনি ভারত ও আমেরিকার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন।
এক তাৎক্ষণিক আলোচনায়, ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, যার উত্তরে ঐশ্বর্য রসিকতা করে বলেন, “ওহ, এটা বিতর্কের বিষয় হতে পারে…” এই উত্তরটি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং অনেকেই এটিকে অভিষেকের সাথে তার বিচ্ছেদের চলমান গুজবের মিল খুঁজে পেয়েছেন।
বিচ্ছেদের গুজব সত্ত্বেও, ঐশ্বর্য এবং অভিষেক উভয়েই একসাথে জনসমক্ষে উপস্থিত হয়েছেন, যা প্রমাণ করে যে এই জল্পনার কোনও সত্যতা নেই। সম্প্রতি, এই দম্পতিকে আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকরের বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানে একসাথে উপস্থিত হতে দেখা গিয়েছে।
কাজের ফ্রন্টে দেখতে গেলে, অভিষেক বচ্চনের কেরিয়ার নিয়ে কোনও কথা হবে না। প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত “বি হ্যাপি” ছবির মাধ্যমে কর্মজীবনে সফল তিনি। ঐশ্বর্যের সাথে তার জনসমক্ষে উপস্থিতির পাশাপাশি, অভিনয়ে তাঁর অব্যাহত সাফল্য বিবাহবিচ্ছেদের গুজবকে আরও মিথ্যা প্রমাণ করেছে। অন্যদিকে, ঐশ্বর্যকে শেষবার ব্লকবাস্টার ছবি পোন্নিয়িন সেলভান ২-তে দেখা গিয়েছিল, যেখানে তিনি অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন।
২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টা চলে যায় শুধু মোবাইল ঘাঁটাতেই। এই অভ্যাসের ফলে উৎপাদনশীলতা কতটুকু?…
গরিলা গ্লাস সেরামিক ১ মিটার উপর থেকে ১০ বার নীচে পড়ে টিকে গিয়েছে৷ মটোরোলা প্রথম…
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে…
লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৯শে মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ…
This website uses cookies.