তিনি টলিউড এবং বলিউডের জনপ্রিয়তম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) । সুদর্শন, সুঠাম নায়ক সুলভ চেহারা, একইসঙ্গে দারুণ অভিনয় ক্ষমতা। নায়ক হিসেবে ঝকঝকে। বলা হয় উত্তম কুমারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন বিশ্বজিৎ চ্যাটার্জী।
তবে বাবা বিশ্বজিৎ চ্যাটার্জির থেকে অভিনেতা হিসেবে জীবনে অনেক বেশি সাফল্য পেয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলা ইন্ডাস্ট্রি তো বটেই বলিউডে ও বিরাট কিছু সাফল্য পাননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তবে অনেক বেশি চর্চিত হয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের জন্য।
অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর বাবা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাদু রণজিৎ চট্টোপাধ্যায় ছিলেন একজন চিকিৎসক। তিনি ছেলের অভিনয় পেশাকে একেবারেই মেনে নিতে পারেননি। সদাই চাইতেন ছেলে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক। কিন্তু বিশ্বজিতের স্বপ্ন ছিল কিছু আলাদা। অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই দুর্নিবার টান অনুভব করতেন তিনি। এমনকি অভিনয়ের টানে বাড়িও ছাড়েন তিনি।
দীর্ঘদিন মুম্বাইতেই বাস তার। দ্বিতীয় বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়েও সেখানেই থাকেন। যদিও প্রথম পক্ষের দুই সন্তান প্রসেনজিৎ পল্লবীর সঙ্গে যোগাযোগ রয়েছে তার। আর এবার তার শারীরিক অসুস্থতার ভুয়ো খবর ছড়াতেই মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের অবনতির খবর শুনে রীতিমতো চিন্তিত ছিলেন তার ভক্তরা।
আসলে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর অসুস্থতা, মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। যার জেরে চিন্তিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে সেই নিয়েই মুখ খুললেন প্রসেনজিৎ, টলিপাড়াকে আশ্বস্ত করে প্রসেনজিৎ লেখেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে, বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে’