গেম চেঞ্জার স্মার্টফোন হবে Vivo X200 Ultra, আসছে আইফোনের আলোচিত এই ফিচারের সাথে | Vivo X200 Ultra Feature
নতুন স্মার্টফোন Vivo X200 Ultra নিয়ে উৎসাহিত টেক মহল। ফোনটি আনুষ্ঠানিক ভাবে এখনও লঞ্চ না হলেও, এর সম্পর্কিত নানা ফিচার নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে। ইতিমধ্যে একাধিক রিপোর্টে ফাঁস হয়েছে ডিভাইসটির বেশ কিছু ফিচার। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, এতে iPhone 16 এর মতো একটি অ্যাকশন বাটন থাকবে। চীনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে এই খবরটি ফাঁস হয়েছে।
যদি এই দাবি সত্যি হয়, তাহলে ব্যবহারকারীদের জন্য একটি বড় চমক হতে চলেছে। এই ফিচারের ফলে একাধিক কাজ সহজ হয়ে যাবে। Vivo X200 সিরিজ ইতিমধ্যে একটি জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হিসাবে জায়গা করে নিয়েছে টেক দুনিয়ায়। ফোনের প্রিমিয়াম ভার্সনে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টায় এবার নতুন ফিচার যোগ করার প্রস্তুতি নিচ্ছে ভিভো।
Vivo X200 Ultra-তে অ্যাকশন বাটনটি ফ্রেমের নীচে ডানদিকে অবস্থিত হবে বলে জানা গিয়েছে। ছবি তোলা-সহ একাধিক ফাংশান ব্যবহার করতে সাহায্য করবে ফিচারটি। উল্লেখ্য, iPhone 15 এবং iPhone 16 সিরিজে একই ধরনের অ্যাকশন বাটন রয়েছে, যা ক্যামেরা চালু করা এবং ডু নট ডিস্টার্ব মোড দ্রুত অন করতে সাহায্য করে।
পারফরম্যান্সের দিক থেকেও বাজার কাঁপাতে পারে Vivo X200 আলট্রা। এতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং একটি অনবদ্য ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়াও, স্মার্টফোনে পাওয়া যাবে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট।
ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলে ২৪ জিবি পর্যন্ত RAM এবং ২ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মিলবে ৬.৮ ইঞ্চি ২কে ডিসপ্লে, IP৬৯ রেটিং এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অনেকেই আশা করছেন, স্মার্টফোনের বাজারে একটি গেম চেঞ্জার হতে পারে আসন্ন ভিভো এক্স২০০ আল্ট্রা।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.