গোল্ডেন রিট্রিভারের রক্তে বাঁচল ডোবারম্যান! কলকাতায় হল বিরল রক্তদান
মানুষ মানুষকে রক্ত দেয়। রক্ত দিয়ে জীবন বাঁচায় এ তো ভীষণ সাধারন ঘটনা। কিন্তু এবার এক বিরল রক্তদানের সাক্ষী থাকল কলকাতা। তিলোত্তমায়ের রক্ত দিয়ে আর এক কুকুরের প্রাণ বাঁচালো আর এক কুকুর। এই ঘটনা অবশ্যই বিরল।
মানুষের রক্তের গ্রুপ ম্যাচ করলেই তখন মানুষ অন্য আরেকজনকে রক্ত দিতে সক্ষম হয়। কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। এক কুকুরের শরীরে রক্তের স্বল্পতা ছিল, তাই তার প্রাণ বাঁচাতে রক্ত দিল অন্য কুকুর। সোশ্যাল মিডিয়ায় কুণাল বাবু লেখেন, ‘কুকুরের রক্তদান কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো। লিও, ডোবারম্যান, ( সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ্য)।’
তিনি আরো লিখেছেন, ‘লিও রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল 3এ নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল। রক্ত দিল কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর দশ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার’।
https://twitter.com/KunalGhoshAgain/status/1894621516849189276?ref_src=twsrc%5Etfw” target=”_blank” rel=”noopener
শুধু কি রক্তদান? কুকুরের কেমোথেরাপি, ডায়ালিসিস সব হবে। জানা গেছে, অ্যানিম্যাল হেলথ প্যাথলজিক্যাল ল্যাবে চিকিৎসা চলছে লিও’র। কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। কিছুদিন আগেই এটির এই শাখার উদ্বোধনে গিয়েছিলাম। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্য প্রেমী হিসেবে ভালো লাগল। প্রতীপ এবং টিমকে শুভেচ্ছা। কোকোকে আদর। লিও সুস্থ থাকুক।’ কোকো আর লিওর শারীরিক সুস্থতা কামনা করেছে পোষ্যপ্রেমীরাও।
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার অবসর জীবনকে স্বাছন্দ্যময় করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এলআইসি…
গুগলের লেটেস্ট বাজেট স্মার্টফোন Google Pixel 9a আগামীকাল লঞ্চ হতে চলেছে। যদিও ইতিমধ্যেই এর ডিজাইন,…
This website uses cookies.