গ্যাস সিলিন্ডারের গায়ে A-26, B-27 লেখা থাকলে‌ সাবধান হন! এর মানে কিন্তু মারাত্মক

এই পৃথিবীতে কত কিছুই না আছে জানার। সব অজানাই কি আর আমরা জানি? আর সেই সমস্ত অজানা তথ্য জানার পর আমরা যেন আকাশ থেকে পড়ি! এমন ঘটনা ঘটতেও পারে, এটাও হতে পারে, শুনে যেন আমরা চমকে উঠি।

তবে সব মানুষের‌ই সাধারণ জ্ঞান বাড়িয়ে রাখা উচিৎ। সাধারণ জ্ঞান বেশি থাকলে তো ক্ষতি নেই বরং উপকার হয়। অনেক বিপদে আপদে‌ রক্ষা পাওয়া যায়। আর জানা না থাকলে আফসোসের অন্ত থাকবে না। আপনি কি জানেন যে আপনি যে সিলিন্ডার ব্যবহার করেন তার মেয়াদ শেষ হওয়ার তারিখ একটি নির্দিষ্ট তারিখ আছে?

READ MORE:  Kailash Yatra: পর্যটকদের জন্য সুখবর! ভারত-চিন চুক্তির জেরে ৫ বছর পর খুলছে কৈলাস মান সরোবর যাত্রার রাস্তা | India China Agreement to Resume Kailash Man Sarovar Yatra Soon

অর্থাৎ যত দিন ইচ্ছে ততদিন সাশ্রয় করে গ্যাস ব্যবহার করা যায় না। আসলে প্রতিটি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার একটি নির্দিষ্ট তারিখ থাকে। তবে এই বিষয়ে কমবেশি বহু মানুষ‌ই সচেতন নয়। কিন্তু তা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ! রান্নাঘরে কখন‌ই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার রাখা উচিৎ নয়। এর ফলে ভবিষ্যতে হতে পারে বড় রকমের দুর্ঘটনা।

READ MORE:  দিন দিন জেদি হয়ে উঠছে, অল্পতেই ভীষণ রেগে যাচ্ছে আপনার সন্তান? ভুলেও করবেন না এই কাজ

উল্লেখ্য, যখনই আপনার বাড়িতে নতুন সিলিন্ডার আসবে, তাতে শেষ হ‌ওয়ার মেয়াদ লেখা থাকে। এই যেমন সিলিন্ডারে একটি নম্বর লেখা থাকে A-26। এর মধ্যে A হল মাস এবং ২৬ সংখ্যাটি বছরের প্রতিনিধিত্ব করে। প্রসঙ্গত উল্লেখ্য, সিলিন্ডারের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ A হিসাবে নির্দেশিত হয়, এপ্রিল থেকে জুন B হিসাবে জুলাই থেকে সেপ্টেম্বর C হিসাবে এবং অক্টোবর থেকে ডিসেম্বর D হিসাবে নির্দেশিত হয়। এবং ২৫, ২৬ সংখ্যা ২০২৫, ২০২৬ সালকে বোঝায়।‌ এবার ধরুন, আপনার সিলিন্ডারে যদি A-26 লেখা থাকে, তাহলে এর মেয়াদ ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে কীভাবে জিতবে ভারত, BCCI-র অনুষ্ঠানে রহস্য ফাঁস করলেন রোহিত | Rohit Sharma In Board of Control for Cricket in India's Program

 

Scroll to Top