গ্রামে কমেছে বেকারত্ব, পিছিয়ে শহর! রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের শ্রমবাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তনের হদিশ মিলেছে। ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এবার বেকারত্বের (Unemployment) হার অনেকটাই হ্রাস পেয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তব আইনের মন্ত্রকের অধীনস্থ Periodic Labour Force Survey (PLFS) সংস্থা।
কাগজ-কলমে এই হ্রাস খুব একটা বেশি না হলেও দেশের অর্থনৈতিক পরিকাঠামো কিছুটা স্থিতিশীল ছিল, তার ইঙ্গিত দিচ্ছে। তবে এই চিত্র গোটা দেশে কিন্তু সমান নয়। শহর বলুন বা গ্রাম, পুরুষ বলুন কিংবা নারী, পার্থক্য রয়েছে স্পষ্ট। চলুন দেখে নেওয়া যাক, একনজরে রিপোর্ট কী বলছে।
এই সামগ্রিক বেকারত্বের হার কমার পিছনে সবথেকে বড় অবদান গ্রামবাসীর। হ্যাঁ, গ্রামের বেকারত্বের হার ৪.৩% থেকে কমে ৪.২% নেমেছে। পুরুষ এবং মহিলা উভয়ক্ষেত্রেই উন্নতি দেখা যাচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলের চিত্রটা পুরো ভিন্ন। পুরুষদের বেকারত্বের হার বেড়েছে ৬% থেকে ৬.১%। আর মহিলাদের ক্ষেত্রে ৮.৯% থেকে কমে দাঁড়িয়েছে ৮.২%, যা কিছুটা উল্লেখযোগ্য পরিবর্তন।
ভারতীয়দের মধ্যে যারা কাজ খুঁজছেন বা কাজ করছেন (LFPR), তাদের হার ২০২৪ সালে দাঁড়িয়েছে ৫৬.২%। তবে ২০২৩ সালের তুলনায় খুব একটা তারতম্য দেখা যায়নি। যদিও Principal এবং Subsidiary Status এর তথ্য অনুযায়ী এই হার সামান্য কমে ৫৯.৮% থেকে ৫৯.৬% দাঁড়িয়েছে।
হিসাব বলছে, শহরাঞ্চলের ক্ষেত্রে LFPR বেড়ে পুরুষদের ক্ষেত্রে দাঁড়িয়েছে ৭৪.৩% থেকে ৭৫.৬% এবং মহিলাদের ক্ষেত্রে ২৫.৫% থেকে ২৫.৮%। সবমিলিয়ে এই হার ৫০.৩% থেকে ৫১% পৌঁছেছে। আর এই সংখ্যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, শহরের মানুষজন, বিশেষ করে মহিলারা আগের থেকে বেশি কাজের খোঁজ করছেন বা কাজে যুক্ত হচ্ছেন।
হিসাবে বিরাট পরিবর্তন দেখা গিয়েছে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে। যেখানে একসময় বহু মহিলা পরিবারের ব্যবসায় বিনা পারিশ্রমিক কাজ করতেন, আর এখন সেই হার কমে দাঁড়িয়েছে ১৯.৯% থেকে ১৮.১%। হ্যাঁ, আগের মত পরিবারের কাছে নিযুক্ত না থেকে তারা এবার বিভিন্ন ধরনের কাজ করছেন বা কাজের বাইরে যাচ্ছেন।
আর এর ফলে গ্রামের নারীদের LFPR ও WPR (Worker Population Ratio) এর উপর বিরাট প্রভাব পড়ছে। তবে WPR-এর সর্বভারতীয় হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৫%, যা আগে ছিল ৫৩.৪%।
যদিও বেকারত্বের হার সামান্য কমেছে। তবে Principal এবং Subsidiary Status এর তথ্য অনুযায়ী বেকারত্বের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩.২%। যেখানে ২০২৩ সালে এই হার ছিল ৩.১%। তবে এই পরিবর্তন থেকে স্পষ্ট যে, শ্রমবাজারে এখনও বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন চলছে। কিছু ইতিবাচক আবার কিছু নেতিবাচক। এখন সময়ই বলে দেবে, এই ছোটখাটো পরিবর্তনগুলি ভবিষ্যতে কত বড় প্রভাব ফেলবে এবং ভারতের বেকারত্বের হার কোথায় গিয়ে ঠেকবে।
যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছিলেন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। তাই ইন্ডিয়ান সুপার লিগে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল মোহনবাগান…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একের পর এক অশান্তির ছবি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি NTPC Green Energy Limited (NGEL) এর তরফ…
এপ্রিল ২০২৫ থেকে রেশন কার্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন,…
This website uses cookies.