গ্রীষ্মের আগেই বিশাল ছাড়! এসির দামে বিপ্লব আনল JIO
ফেব্রুয়ারির অর্ধেক কেটে গেছে, শীতের আমেজ কমে আসছে, আর দুপুরের দিকে গরমের আমেজ শুরু হয়ে গেছে। কয়েকদিন পরেই তীব্র গরম পড়বে। যদি আপনি নতুন এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবছেন, তাহলে এখনই উপযুক্ত সময়। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এসির উপর বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। যদিও Amazon এবং Flipkart-এ প্রচুর বিকল্প রয়েছে, কিন্তু JioMart-ও এসির উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে। সঠিক অফারগুলো ব্যবহার করলে অর্ধেক দামে এসি কেনা সম্ভব। চলুন দেখে নিই কোন কোন মডেলের উপর রয়েছে এই আকর্ষণীয় অফার:
এই এসিটির MRP ৬৪,৯৯০ টাকা হলেও JioMart-এ ৪৭% ছাড়ের পর এটি মাত্র ৩৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, এয়ার কন্ডিশনারের উপর ১০% ব্যাংক ডিসকাউন্টও উপলব্ধ। যদি আপনি ব্যাংক অফ বরোদার কার্ড ব্যবহার করেন, তাহলে অতিরিক্ত ২,২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
এই মডেলটি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল এবং এতে রয়েছে আধুনিক সব ফিচার। এতে ৩ স্টার রেটিং রয়েছে এবং চারটি ভিন্ন মোডে শীতলতার মাত্রা সামঞ্জস্য করা যায়। ১০০% তামার কয়েল ব্যবহার করা হয়েছে, যা এসিটির স্থায়িত্ব বাড়ায়। এছাড়াও, এতে রয়েছে ডুয়াল টেম্পারেচার ডিসপ্লে এবং অ্যান্টি-ফাঙ্গাল প্রোটেকশন, যা আরও স্বাস্থ্যকর বাতাস সরবরাহ করে।
যদি আপনি আরও উন্নত ফিচারসহ ৫ স্টার রেটিংপ্রাপ্ত এয়ার কন্ডিশনার খুঁজছেন, তাহলে JioMart-এ ব্লুস্টার স্প্লিট এসি-ও দুর্দান্ত দামে পাওয়া যাচ্ছে। এই ১.৫ টনের এসিটির MRP ৭৫,৫০০ টাকা, কিন্তু ৪১% ছাড়ের পর এটি মাত্র ৪৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। যারা EMI-তে কিনতে চান, তারা প্রতি মাসে মাত্র ₹২০৭০ পেমেন্ট করে এই এসিটি কিনতে পারবেন।
এখনই আপনার পছন্দের এসি বেছে নিন এবং গরমের আগে শান্তি ও আরামের ঠান্ডা অনুভূতি উপভোগ করুন!
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
This website uses cookies.