ঘুচবে বেকারত্ব, মিলবে ১০০০০ কর্মসংস্থান! নিউটাউনে শিলান্যাস অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বহুবার শোনা গিয়েছে। একইসাথে নতুন শিল্প ও বাণিজ্য আনার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ঘোষণাও করেছিলেন। এবার কলকাতার নিউটাউনে ১১০০ বেডের একটি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসের অনুষ্ঠানে আবারও সেই কথাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রূপের তরফ থেকে এই বিশাল ১১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কথা জানা গিয়েছিল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শিলান্যাস অনুষ্ঠানে তিনি থাকবেন, হলও তাই। দুই সপ্তাহের মধ্যেই আজ অর্থ্যাৎ ২০ই ফেব্রুয়ারি নিউটাউনের কনভেনশন সেন্টারের বিপরীতে হয়ে গেল হাসপাতালের শিলান্যাস।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হাসপাতাল তৈরির জন্য মোট ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দুইভাগে হাসপাতাল তৈরি হবে। প্রথম ধাপে ৫০০ শয্যার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে আরও ৬০০টি শয্যা যুক্ত করা হবে। এই হাসপাতালে একদিকে যেমন ক্যান্সারের মত চিকিৎসা চলবে তেমনি কার্ডিয়াক থেকে শুরু করে অর্গান ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও থাকবে। এখানেই শেষ নয়, হাসপাতাল তৈরি হওয়ায় প্রায় ১০,০০০ নতুন কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। ফলে রাজ্যের যুবক যুবতীদের বেকারত্বের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের ৯ কোটি মানুষ চিকিৎসার সুযোগ পাবেন বলেও জানানো হয়। তারপর স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা জানান, রাজ্যে মোট ১৪টি নতুন মেডিকেল কলেজ ও ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে। আগে জেলার হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট থাকত না, এসএনসিইউ ছিল মাত্র ৬টি। সেখানে এখন রাজ্যে ৭১টি ইউনিট রয়েছে। মোট ১৩,৩৯২ টি স্বাস্থ্যকেন্দ্র ও ১১৭ টি ন্যায্য মূল্যের ঔষুধের দোকান চালু করা হয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.