সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 60 Fusion। এবার ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। আগামী 9 এপ্রিল দুপুর 12টায় Flipkart থেকে ফোনটি কেনা যাবে। প্রথম সেলে ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটে আছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি 7400 প্রসেসর ও 50-মেগাপিক্সেল সনি LYT700C প্রাইমারি সেন্সর। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।
Motorola Edge 60 Fusion এর দাম এবং ফিচার
Motorola Edge 60 Fusion-এর 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। আর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। এটি পেন্টোন আমেজোনাইট, পেন্টোন স্লিপস্ট্রিম এবং পেন্টোন জেফির কালার অপশনে পাওয়া যাবে।
মোটোরোলা এজ 60 ফিউশন ডিভাইসে আছে 6.7 ইঞ্চি 1.5K (1220×2712 পিক্সেল) কার্ভড pOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পলিং রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হ্যালো UI কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ 60 ফিউশন হ্যান্ডসেটে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ 50-মেগাপিক্সেল সনি LYT700C প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপারচার সহ 13-মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, f/2.2 অ্যাপারচার সহ 32-মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে USB টাইপ-C পোর্ট এবং 68W টার্বো চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এতে IP68 + IP69 রেটিং আছে।