চশমাতেই কল করা ও গান শোনার সুবিধা, দুর্দান্ত Phonic স্মার্ট গ্লাস আনল Lenskart

প্রযুক্তির দুনিয়ায় নিত্য নতুন আবিষ্কার ক্রমশ প্রতিযোগিতা জমিয়ে দিয়েছে কোম্পানিগুলির জন্য। এরই মধ্যে চমক দিয়ে নতুন Phonic স্মার্ট গ্লাস লঞ্চ করল ভারতীয় চশমা প্রস্তুৎকারক সংস্থা Lenskart। এই চশমাতেই পাবেন ব্লুটুথ, অডিয়ো এবং ভয়েস অ্যাসিস্ট্যান্স-এর মতো উন্নত ফিচার। এই চশমা দিয়েই করা যাবে কলিং, নিয়ন্ত্রণ করা যাবে গান এবং পাওয়া যাবে অতিরিক্ত ভয়েস অ্যাসিস্ট্যান্ট-এর সুবিধা। অর্থাৎ ব্যবহারকারীকে আলাদা করে ফোন ব্যবহার করার দরকার পড়বে না।

Lenskart Phonic স্মার্ট গ্লাসের দাম

READ MORE:  এই ফোনে ডাউনলোড করা যাবে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন, নতুন কি ফিচার পাবেন

ভারতে লেন্সকার্ট ফনিক স্মার্ট গ্লাসের দাম ৪,০০০ টাকা। এর এমআরপি হল ৭,০০০ টাকা। এটি কেনা যাবে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশজুড়ে সমস্ত লেন্সকার্টের দোকান থেকে। দুটি ফ্রেম স্টাইল রয়েছে এই চশমাতে – নেভিগেটর এবং হাসলার। এটি ক্রেতার চাহিদা অনুযায়ী কাস্টমাইজও করা যাবে।

গ্রাহকরা একাধিক লেন্স বেছে নেওয়ার সুযোগ পাবেন, যেমন – অ্যান্টি গ্লেয়ার, ব্লু স্ক্রিন এবং শ্যাটারপ্রুফ লেন্স। লেন্স বাছাইয়ের উপর নির্ভর করবে চূড়ান্ত দাম। দুটি রংয়ে পাওয়া যাবে এই ফনিক স্মার্ট গ্লাস – ম্যাট ব্ল্যাক এবং সাইনি ব্লু।

READ MORE:  ১০ হাজার টাকার কমে বড় ডিসপ্লে ও অস্থির ফিচারের Smart TV, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার

Lenskart Phonic স্মার্ট গ্লাসের ফিচার ও স্পেসিফিকেশন

চমশমার টেম্পলেটে রয়েছে ইন-বিল্ট স্পিকার, যার মাধ্যমে গান শুনতে পারবেন এবং কল ধরতে পারবেন। এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। চলার সময় ভয়েস অ্যাসিস্ট্যান্স-এর ফিচারের সাহায্য পাওয়া যাবে। রয়েছে একটি বিশেষ বাটন, যা দিয়ে বিভিন্ন ফাংশন ব্যবহার করা যাবে।

আরও পড়ুনঃ আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে জনপ্রিয় এই ১০ অ্যাপ, Facebook ও WhatsApp ছাড়াও আর কে কে আছে

READ MORE:  Jio Recharge Plan: পুরনো সস্তার প্ল্যান ফিরিয়ে আনল Jio, ২০০ টাকার কমেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল

এই স্মার্ট গ্লাস ৭ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম দিতে পারে। এর সঙ্গে একটি চার্জিং কেবল পাওয়া যাবে। কোম্পানির দাবি, গাড়ি চালানোর সময় ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন। দেওয়া যাবে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার এবং অ্যান্ড্রয়েড ও iOS উভয় ফোনেই মিউজিক ট্র্যাক পরিবর্তন করা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top