চাইনিজ কোম্পানিদের ঘুম কাড়তে একঝাঁক ফোন আনছে Nothing, থাকবে দুর্দান্ত ফিচার্স

নাথিং-এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হিসাবে বাজারে আসতে চলেছে Nothing Phone 3। তবে এটি লঞ্চ হওয়ার আগে, লন্ডন ভিত্তিক স্টার্টআপ ব্র্যান্ডটি আরও তিনটি নতুন হ্যান্ডসেট রিলিজ করতে পারে। উল্লেখ্য, কোম্পানি মার্চের ৪ তারিখে Nothing Phone 3a সিরিজ লঞ্চ করবে। এই লাইনআপে Phone 3a ও Phone 3a Pro বা Plus নামে দুই মডেল আসবে। অর্থাৎ এই দুই ফোন লঞ্চের পর, Nothing Phone 3-এর আগে আরও একটি ডিভাইস আসবে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার তাঁর এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে দাবি করেছেন, নাথিং-এর কাছে তিনটি স্মার্টফোন রয়েছে, যেগুলি Nothing Phone 3-এর আগে লঞ্চ হবে। এর মধ্যে দুটি ফোন ৪ মার্চ আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা যায়। তিনি যোগ করেন, যারা ফ্ল্যাগশিপ লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন তাদের আর অপেক্ষার মেয়াদ আরেকটু বাড়বে।

প্রসঙ্গত, Nothing Phone 2a গত বছর মার্চে এবং Phone 2a Plus আগস্টে লঞ্চ হয়েছিল। এই বছর এদের উত্তরসূরী Phone 3a, Phone 3a Pro এবং রিলিজ হবে। তৃতীয় ফোনটির নাম CMF Phone 2। এদের মধ্যে Nothing Phone (3a) টেলিফটো ক্যামেরা ও Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটের সঙ্গে আসবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে।

READ MORE:  Vivo V50 5G Discount: লঞ্চের পরপরই ৫ হাজার টাকা দাম কমলো Vivo V50 5G ফোনের, রিলস ভিডিও বানানোর জন্য সেরা | Vivo V50 5G Price

এছাড়া, ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চি ফুল-এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ৫০ মেগাপিক্সেলের একটি ২x টেলিফটো ক্যামেরা মিলবে। সামনে থাকবে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। সবশেষে, ফোনের পিছনে নাথিং-এর সিগনেচার গ্লাইফ লাইট ইন্টারফেস দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Flipkart OMG Sale: বিরাট সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাওয়ারফুল Realme ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবিশ্বাস্য অফার | Realme GT 6 Price

Scroll to Top