চাকরির নামে ইন্টারভিউয়ের জন্য ডেকে ধর্ষণ! দিনহাটায় গ্রেফতার তৃণমূল নেতা

প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ধরনের অভিযোগ উঠল কোচবিহারে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ইন্টারভিউয়ের অছিলায় বাড়িতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল কোচবিহারের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গতকাল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে দিনহাটা মহিলা থানার পুলিশ। আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ইন্টারভিউয়ের অছিলায় বাড়িতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান মিয়ার বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার দাবি, আব্দুল মান্নান প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার থেকে দু’বছর আগে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু গত দু’বছরেও চাকরি না মেলায় সেই টাকা ফেরত দেওয়ার দাবি করছিলেন অভিযোগকারী মহিলা। কিন্তু আব্দুল, সেই অর্থ ফিরিয়ে না দিয়ে গত ১৪ মার্চ চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তরুণীকে বাড়িতে ঢাকেন। সেই সময়েই তরুণীকে ধর্ষণ করেন তিনি।

READ MORE:  স্ত্রীর নামে 2 লক্ষ বিনিয়োগ করে বছরে 32,000 সুদ নিশ্চিত, জানুন স্কিমের বিস্তারিত

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল নেতাকে

শুধু তাই নয়, ওইদিন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান নির্যাতিতা মহিলার নগ্ন ছবিও তুলেছিলেন। সঙ্গে হুমকি দিয়েছিলেন কারও কাছে মুখ খুললে এই ছবিগুলি ভাইরাল করে দেওয়া হবে। এমনই অভিযোগ করেন ওই নির্যাতিতা। এরপর ঘটনার দিনে রাস্তায় কোনো রকমে পড়েছিলেন সেই মহিলা। স্থানীয়রা রাতে তাঁকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে তিনি সম্প্রতি বাড়িতে চলে এলেও তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এর পর আর সহ্য করতে না পেরে গত সোমবার ওই মহিলা দিনহাটার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানাচ্ছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অন্যদিকে, হাবড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১১ তারিখ মাঝরাতে ওই গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যাচ্ছিলেন ঠিক সেই সময়ই পি বিজেপি নেতা, তাঁকে রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। বেশ কয়েকদিন ধরে অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন ওই নেতা।এমনকি গৃহবধূকে ধর্ষণ করে কাউকে না বলার জন্য রীতিমত হুমকিও পর্যন্ত দেয় অভিযুক্ত। কিন্তু সেই হুমকিকে তোয়াক্কা না করে সাহস করেই ওই গৃহবধূ গত ১৬ মার্চ হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল সেই অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়।

READ MORE:  SECR Apprentice Recruitment 2025: পরীক্ষা, ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিস নিয়োগ, মাধ্যমিক পাসে রেলে ১০০৩ শূন্যপদে চাকরি | Indian Railways Job

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top