চাকরি বাতিলের আবহে নতুন সমস্যায় রাজ্য সরকার! পথে নামলেন পার্শ্বশিক্ষকরা
প্রীতি পোদ্দার, কলকাতা: আভাসটা মিলেছিল ১ বছর আগেই। ২০১৬ এর এসএসসি র প্যানেলে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি রয়েছে তা প্রথম বুঝতে পেরেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাই ২০২৪ এর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয় ২০১৬ র গোটা প্যানেল। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তাতে কিছুটা স্বস্তি মিলেছিল। এরপর টানা ১ বছর ধরে এই মামলার শুনানি চলে। শেষ পর্যন্ত হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি। আর এবার পথে নামল পার্শ্বশিক্ষকরা (Para Teachers)।
রাতারাতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কলমের খোঁচায় এতজন সাধারণের চাকরি চলে যাওয়ায় রীতিমত উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। চারিদিকে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিহারারা। শীঘ্রই যেন ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হয় এবং যোগ্যদের তালিকা যাতে তাড়াতাড়ি প্রকাশ করে এসএসসি সেই দাবিতে এই অবস্থান চলছে। গতকাল ঝড়বৃষ্টির মধ্যেই রাতভর আচার্য সদনের সামনে অবস্থান করেছেন কর্মহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। আর এবার সেই আন্দোলনে যোগদান করতে চলেছে পার্শ্বশিক্ষকরা।
এই মুহূর্তে চাকরি বাতিলের কারণে রাজ্যের বহু স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই। তার উপর আবার উত্সশ্রী পোর্টালের মাধ্যমে অনেক শিক্ষক কাছাকাছি স্কুলে নিজেদের বদলি করিয়ে নিয়েছেন। তাই গ্রামের অনেক স্কুলে হাল খুবই খারাপ। ফলে স্কুল চালাতে এখন একমাত্র ভরসা এই পার্শ্বশিক্ষকরাই। ছাত্রছাত্রীদের পড়ানো থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের খাতাও দেখতে হচ্ছে তাঁদের। সবমিলিয়ে পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকাদের মতই তাঁদের কাজ করতে হচ্ছে। এদিকে তাঁদের বেতনের তুলনায় পার্শ্বশিক্ষকদের বেতন অনেকটাই কম। যা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এবার তাঁরাও পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই পার্শ্বশিক্ষকদের একটি সংগঠন ‘বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ’ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফে যান। সেখানে গিয়ে তাঁরা জানান, ‘২৩ তারিখ আমরা ২৪ থেকে ৪০ হাজার সমস্ত কর্মচারীরা মিলে বিকাশভবন অভিযান করব। প্যারা টিচারদের উপর চাপ আগেও ছিল, এখন চাকরি বাতিল আরও বেড়ে গেল। আমরা আগেও দাবি করেছি, এখনও দাবি করছি, আমরা কেন সবসময় সুবিধা থেকে বঞ্চিত থাকব? তাই আমরা দেখতে চাই, মানুষের কণ্ঠস্বর বেশি নাকি সরকারের জুলুমবাজি বেশি’। এছাড়াও এই সংগঠন চলতি মাসের আগামী ১৬ এবং ১৭ তারিখ পেন ডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সঙ্গে গণ কনভেশন, ডিএম অফিস ঘেরাও নিয়ে নানা কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে।
এদিকে আজ, শুক্রবার চাকরিহারাদের একাংশ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ভবন অভিযান করতে চলেছে। করুণাময়ী থেকে এসএসসির অফিস অর্থাৎ আচার্য সদন পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা। শুধু তাই নয় আজ দুপুরে একই সঙ্গে এ দিন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও রয়েছে চাকরিহারাদের। সেই বৈঠকে সমাধান সূত্র কি মিলবে, নজর রয়েছে সে দিকেও।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.