লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি, আসছে দেশের বৃহত্তম ব্যাটারির ফোন Vivo T4 5G

Published on:

Vivo T4 5G বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ভারতে আসছে। এপ্রিলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।

সুমন পাত্র, কলকাতা: সাব-ব্র্যান্ড iQOO আগেই ভারতের বৃহত্তম ব্যাটারি যুক্ত স্মার্টফোন আনার ঘোষণা করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে মূল সংস্থা ভিভো। চীনা সংস্থাটি এদেশে একটি ভারতীয় স্মার্টফোনে থাকা সবথেকে বড় ব্যাটারি দিয়ে নতুন ফোন আনছে। Vivo T4 5G নামের নতুন ডিভাইসটি অফিসিয়ালি টিজ করা চলছে। উচ্চ মানের স্পেসিফিকেশনের মাধ্যমে দেশের মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্ট কাঁপাতে চলেছে ভিভো।

READ MORE:  অনবদ্য ক্যামেরার সঙ্গে দুই নতুন স্মার্টফোন আনছে Oppo, দূরের ছবিও উঠবে ঝকঝকে

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo T4 5G ফোনটির সবথেকে বড় হাইলাইট হবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। সামনের দিকে সেন্টার পাঞ্চ-হোল কাটআউট দেখা যাচ্ছে।

ফোনটি ৭.৮৯ মিমি পাতলা হবে এবং স্ক্রিনটি সামান্য কার্ভড। Vivo T4 5G কোয়ালকমের Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা পরিচালিত হবে। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অন-বোর্ড স্টোরেজ থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ফটোগ্রাফির জন্য, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সলের ডেপ্থ সেন্সর, ও সামনে একটা ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

Vivo T4 5G ফ্লিপকার্ট, ভিভোর অনলাইন স্টোর ও অফলাইন বিক্রেতাদের মাধ্যমে পাওয়া যাবে। পূর্বে, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছিলেন যে, ফোনটি এপ্রিল মাসে ভারতে লঞ্চ হবে। এবং তিনটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ইনফ্রারেড ব্লাস্টার উল্লেখযোগ্য।

READ MORE:  Samsung ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক One UI 7 বিটা কীভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.