চালু হল Vodafone Idea-র 5G পরিষেবা, রিচার্জ প্ল্যান, ইন্টারনেট স্পিড ও কোথায় কোথায় উপলব্ধ জেনে নিন

ভোডাফোন আইডিয়া ৫জি (Vi 5G) ব্যবহারকারীদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল 5G পরিষেবা। মুম্বইয়ে এই পরিষেবার সূচনা ঘটলো। পাশাপাশি 5G’র জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা করে বিশেষ পেজও তৈরি করেছে টেলিকম কোম্পানি। ভারতে তৃতীয় টেলকো হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করল Vodafone Idea। কোম্পানি তাদের ওয়েবসাইটে দাবি করেছে, 5G পরিষেবা 4G এর চেয়ে ৩০ গুণ বেশি গতি প্রদান করে।

READ MORE:  ঘন ঘন রিচার্জের দরকার নেই, Jio, Airtel, Vi এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

Vodafone Idea 5G পরিষেবা

সম্প্রতি মুম্বইয়ে ভোডাফোন আইডিয়া ৫জি’র ট্রায়াল নিয়ে খবর পাওয়া গিয়েছিল। শহরের একাধিক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় তার স্ক্রিনশট ও পোস্ট করেন। উল্লেখ্য, জিও এবং এয়ারটেল দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটার প্ল্যানগুলিতে আনলিমিটেড ৫জি দিচ্ছে। তবে ভিআই এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে।

যেসব এলাকায় ৫জি পরিকাঠামো রয়েছে সেই সব এলাকায় ৫জি পরিষেবা পাওয়া যাবে। তবে এখনই সমস্ত টেলিকম সার্কেলে তা পাওয়া যাবে না। আপাতত, মুম্বইয়ের পর দিল্লিতে এই পরিষেবা শুরু করবে কোম্পানি। মূলত মেট্রো শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা কোম্পানির। তবে কলকাতা টেলিকম সার্কেলে কবে Vi 5G শুরু হবে তা এখনও অস্পষ্ট।

READ MORE:  এক সাবস্ক্রিপশনে ১৭টি OTT অ্যাপ, Vodafone Idea ইউজারদের জন্য দারুন খবর

জানা গিয়েছে, ৫জি কভারেজ এলাকায় ২৯৯ টাকা এবং তার বেশি মূল্যের আনলিমিটেড প্ল্যানের সাথে ইন্ট্রোডাক্টরি আনলিমিটেড ৫জি ডেটা অফার দিতে শুরু করেছে ভোডাফোন আইডিয়া। এছাড়াও, ৩৬৫ টাকা (২ জিবি/দিন, সাথে ভি সুপার হিরো, ভি হিরো – ২৮ দিন), ৩৪৯ টাকা (১.৫ জিবি/দিন – ২৮ দিন), ৪৭৯ টাকা (১ জিবি/দিন – ৪৮ দিন), ৭১৯ টাকা (১ জিবি/দিন – ৮২ দিন), ৩,৫৯৯ টাকা (২ জিবি/দিন সাথে ভি সুপার হিরো, ভি হিরো – ৩৬৫ দিন) প্ল্যানগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে।

READ MORE:  Reliance Jio, Vi, Airtel এর ফ্রি জিও হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রিপেইড রিচার্জ প্ল্যান

Scroll to Top