চালু হল Vodafone Idea-র 5G পরিষেবা, রিচার্জ প্ল্যান, ইন্টারনেট স্পিড ও কোথায় কোথায় উপলব্ধ জেনে নিন
ভোডাফোন আইডিয়া ৫জি (Vi 5G) ব্যবহারকারীদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল 5G পরিষেবা। মুম্বইয়ে এই পরিষেবার সূচনা ঘটলো। পাশাপাশি 5G’র জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা করে বিশেষ পেজও তৈরি করেছে টেলিকম কোম্পানি। ভারতে তৃতীয় টেলকো হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করল Vodafone Idea। কোম্পানি তাদের ওয়েবসাইটে দাবি করেছে, 5G পরিষেবা 4G এর চেয়ে ৩০ গুণ বেশি গতি প্রদান করে।
সম্প্রতি মুম্বইয়ে ভোডাফোন আইডিয়া ৫জি’র ট্রায়াল নিয়ে খবর পাওয়া গিয়েছিল। শহরের একাধিক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় তার স্ক্রিনশট ও পোস্ট করেন। উল্লেখ্য, জিও এবং এয়ারটেল দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটার প্ল্যানগুলিতে আনলিমিটেড ৫জি দিচ্ছে। তবে ভিআই এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে।
যেসব এলাকায় ৫জি পরিকাঠামো রয়েছে সেই সব এলাকায় ৫জি পরিষেবা পাওয়া যাবে। তবে এখনই সমস্ত টেলিকম সার্কেলে তা পাওয়া যাবে না। আপাতত, মুম্বইয়ের পর দিল্লিতে এই পরিষেবা শুরু করবে কোম্পানি। মূলত মেট্রো শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা কোম্পানির। তবে কলকাতা টেলিকম সার্কেলে কবে Vi 5G শুরু হবে তা এখনও অস্পষ্ট।
জানা গিয়েছে, ৫জি কভারেজ এলাকায় ২৯৯ টাকা এবং তার বেশি মূল্যের আনলিমিটেড প্ল্যানের সাথে ইন্ট্রোডাক্টরি আনলিমিটেড ৫জি ডেটা অফার দিতে শুরু করেছে ভোডাফোন আইডিয়া। এছাড়াও, ৩৬৫ টাকা (২ জিবি/দিন, সাথে ভি সুপার হিরো, ভি হিরো – ২৮ দিন), ৩৪৯ টাকা (১.৫ জিবি/দিন – ২৮ দিন), ৪৭৯ টাকা (১ জিবি/দিন – ৪৮ দিন), ৭১৯ টাকা (১ জিবি/দিন – ৮২ দিন), ৩,৫৯৯ টাকা (২ জিবি/দিন সাথে ভি সুপার হিরো, ভি হিরো – ৩৬৫ দিন) প্ল্যানগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.