লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চিঠির এক ভুলে চোরের বদলে বিচারককেই গ্রেফতার করতে দৌড়ল পুলিশ

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কথায় হলে সবার জন্য আইন সমান। কিন্তু আবার সেই আইনই কখনো কখনো এমন ভুল করে বসে, যে গোটা আদালত স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, সম্প্রতি এমনই একটি অদ্ভুত এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের এক আদালতে, যেখানে চোর ধরতে গিয়ে পুলিশ বিচারককে গ্রেফতার (Judge Arrested) করেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী হয়েছিল আসলে?

২৩শে মার্চের ঘটনা। আদালতে শুনানি চলছিল একটি চুরির মামলার। অভিযুক্ত রাজকুমার ওরফে পাপ্পু, যিনি পলাতক। তাই বিচারক নাগমা খান, যিনি এই মামলার দায়িত্বে ছিলেন, তিনি অভিযুক্তের  বিরুদ্ধে CrPC ধারা ৮২ অনুযায়ী (CrPC Section 82) ঘোষণাপত্র জারি করেছিল। আর এই নির্দেশ পাঠানো হয় সংশ্লিষ্ট থানায়, যাতে পুলিশ অভিযুক্তকে খোঁজ করে আদালতে হাজির করে।

READ MORE:  Sim Card: বদলানো হবে পুরনো SIM, ১২০ কোটি মোবাইল ব্যবহারকারীকে সতর্কতা | Old Sim Card Will Change

তাহলে ভুল কোথায় ছিল?

আসলে এই ঘটনায় বিপত্তি বাধিয়ে দেন থানার এক সাব-ইন্সপেক্টর। বিচারকের জারি করা ঘোষণাপত্রটিকে তিনি ভুলবশত ‘নন-বেলেবল ওয়ারেন্ট’ বলে ধরে নেন। আর এত বড় ভুল, যেখানে অভিযুক্তের নাম লেখার কথা ছিল, সেখানে তিনি লিখে ফেলেন স্বয়ং বিচারকের নাম- নাগমা খান। আর এরপর কী হল? পুলিশ গিয়ে হাজির হয় বিচারক নাগমা খানের ঠিকানায় তাকে গ্রেফতার করতে। মানে ভাবতে পারছেন!


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আদালতে এই নিয়ে তোলপাড় ঘটনা

২৩শে মার্চ যখন মামলাটির শুনানি চলছিল, তখন বিচারক নাগমা খান নিজেই ওই আদালতে উপস্থিত ছিলেন। আর তখনই পুলিশ স্পষ্ট জানায় অভিযুক্ত, নাগমা খান আদালতে অনুপস্থিত। আর এই কথা শুনে গোটা আদালত হতবাক। বিচারক তখনই পুরো বিষয়টিকে স্পষ্ট করেন এবং পুলিশকে চরম ভর্ৎসনা করেন।

READ MORE:  ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি, গ্রুপ ডি কর্মীদের ঝটকা! বড় রায় সুপ্রিম কোর্টের

বিচারকের মন্তব্য

বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, বিচারক বলেছেন, “এটি অন্যতম লজ্জাজনক ঘটনা। সংশ্লিষ্ট থানার আধিকারিকদের মধ্যে আদালতের নির্দেশ বোঝার মত সামান্য জ্ঞানটুকুও নেই। কে আদেশ দিয়েছেন আর আদেশটি কার বিরুদ্ধে তাও তারা বুঝতে পারেনি।”

তিনি আরো জানান, অভিযুক্তকে খুঁজে খুঁজে বার করার নির্দেশ ছিল CrPC ধারা ৮২ ধারা অনুযায়ী। কিন্তু পুলিশ সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে এবং যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার বদলে তিনি বিচারককেই খুঁজতে গিয়েছে।

READ MORE:  SECR Apprentice Recruitment 2025: রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ | Indian Railways Recruitment

পুলিশের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

এই ঘটনার পর প্রশ্ন উঠছে থানার আধিকারিকদের নিয়ে। হ্যাঁ, তাদের আইনি জ্ঞান এবং দক্ষতা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। একটি সাধারন ঘোষণা কীভাবে এমন বিপর্যয় ডেকে আনলো তা নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে অন্দরমহলে। এই ঘটনা যেমন একদিকে হাস্যকর, তেমনই উদ্বেগজনক।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.