বিশ্বে আমেরিকার পর টেসলার কাছে দ্বিতীয় বৃহত্তম বাজার চিন। কিন্তু, গত কয়েক বছরে প্রতিযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চিনের স্থানীয় ইভি ব্র্যান্ড যেমন বিওয়াইডি, ও শাওমির মতো কোম্পানির দাপটে বেশ চাপের মুখে ইলন মাস্ক। যে কারণে চিনে Tesla Model Y ইভির দাম কমিয়েছে কোম্পানি। পাশাপাশি আগামীদিনে আরও সস্তায় গাড়ি আনার প্রতিশ্রুতি দিল টেসলা।
টেসলার বেস্ট সেলিং গাড়ির সস্তা ভার্সন আসছে
সূত্রের দাবি, সাংহাইয়ে অবস্থিত টেসলার গিগা ফ্যাক্টরি। যেখানে বিপুল মাত্রায় ইলেকট্রিক গাড়ি উৎপাদন হয়। সম্প্রতি “E41” কোডনেম দিয়ে একটি নতুন গাড়ি আনতে চলেছে কোম্পানি, যার উৎপাদন এই ফ্যাক্টরিতেই করা হবে ২০২৬ সাল থেকে। বর্তমানে, যে টেসলা মডেল ওয়াই বিক্রি হয় তার তুলনায় আয়তনে ছোট এই গাড়ি এবং দাম ২০% কম হবে বলে জানা গিয়েছে।
চিনে ইলেকট্রিক গাড়ির বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতায় জমি শক্ত করার জন্য টেসলাকে অদম্য লড়াই দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, টেসলার আয়ের ক্ষেত্রে চিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন ও বিক্রি, দুই ক্ষেত্রেই এই দেশটির উপর নির্ভরশীল ইলন মাস্কের কোম্পানি। তাই ব্যবসা বাড়াতে কম দামে আরও সুবিধা সম্পন্ন বেশি রেঞ্জ-সহ গাড়ি আনার পরিকল্পনা করছে টেসলা।
চিনে ২০২৩ ও ২০২৪ সালে সেরা গাড়ির তকমা পেয়েছিল টেসলা মডেল ওয়াই। কিন্তু, গত কয়েক মাসে সেই ছবি পাল্টে গিয়েছে। শাওমির নতুন এসইউ৭ টক্কর দিচ্ছে এই গাড়িকে। এছাড়াও, ওয়াইইউ৭ নামে আরও এক নতুন ইলেকট্রিক গাড়ি আনার ঘোষণা করেছে শাওমি, যেখানে রেঞ্জ ও ফিচার্স দুটোই বেশি পাওয়া যাবে।
যদিও এর জবাবে চলতি বছরের শেষের টেসলা মডেল ওয়াই গাড়ির ৬ আসনের সংস্করণ লঞ্চ করার কথা জানিয়েছে কোম্পানি। আমেরিকা ও ইউরোপে বিক্রি কমে যাওয়ার পর চিনের বাজার টেসলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।