চিনের উপর ৩৪%! পাকিস্তান, বাংলাদেশ, ভারতের জন্য কত শুল্ক ধার্য করলেন ট্রাম্প?
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ এবার একাধিক দেশের আমদানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক (Tariffs) আরোপ করতে চলেছেন তিনি। আর এর ফলে গোটা বিশ্বের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে ভারতকে 26%, চীনকে 34% আর বাংলাদেশকে 37% শুল্কের ধাক্কা সহ্য করতে হবে। আর সবথেকে বড় ধাক্কা পেয়েছে কম্বোডিয়া এবং ভিয়েতনাম। জানা যাচ্ছে কম্বোডিয়ার ওপর 49% এবং ভিয়েতনামের উপর 46% শুল্ক ধার্য করা হয়েছে।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এতদিন ধরে অন্যান্য দেশ আমেরিকার অর্থনীতিতে একতরফা লুট করছে। তাই এবার প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে তিনি আরো লাভবান হতে চাইছেন। ট্রাম্পের মতে, এই নতুন শুল্ক নীতির ফলে আমেরিকার কারখানার সংখ্যা বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং স্থানীয় উৎপাদনও আরো বৃদ্ধি পাবে। তবে অর্থনীতিবিদরা মনে করছে, এর ফলে বিশ্বজুড়ে বাণিজ্যে ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হবে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ধার্য করা হয়েছে। যেমন-
শুধু সাধারণ পণ্য নয়, বরং আবার গাড়ি আমদানির উপরে নতুন শুল্ক আরোপ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সমস্ত আমদানি করা গাড়ির উপর এবার 25% শুল্ক আরোপ করা হবে বলেই জানা যাচ্ছে, যা 3রা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। পাশাপাশি অটো পার্টসের উপরেও শুল্ক আরোপ করা হচ্ছে, যা 3রা মে থেকে কার্যকর করা হবে।
ট্রাম্পের বক্তব্য, “আমেরিকার জনগণ গত 50 বছর ধরে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু এবার থেকে আর তা হবে না।”
ভারতের ক্ষেত্রে বিভিন্ন পণ্য বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুডস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ও স্টিলের উপর শুল্ক আরোপের ফলে রপ্তানিতে বাধা দেখা দিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে প্রধান রপ্তানি পণ্য পোশাক ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মক ধাক্কা দেবে। পাকিস্তানের টেক্সটাইল শিল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশ্ব বাণিজ্যে ডোনাল্ড ট্রাম্প যে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে, তাতে এখন দেখার বিষয় চীন, ভারত সহ অন্যান্য দেশ কীভাবে তাদের প্রতিক্রিয়া জানায়। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে এই নতুন শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়েই বলা যাবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: এক বছর আগে কলকাতা হাইকোর্ট আগেই ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC…
সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে হাফ ছেড়ে বাঁচলো সাধারণ মানুষ। সোনা ও রুপোর দাম একেবারে তলানিতে…
ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী ৮ এপ্রিল থেকে তাদের সাতটি…
চীনের বাইটড্যান্সের কাছ থেকে জনপ্রিয় সোশ্যাল ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটক (TikTok) কিনে নেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আত্মবিশ্বাসই কি কাল হল? গোটা ISL মরসুমে জয়টা যেন অভ্যাস হয়ে গিয়েছিল…
বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ও ভালো রিটার্ন পেতে আগ্রহী অনেকেই এলআইসির জীবন আনন্দ পলিসির দিকে ঝুঁকছেন।…
This website uses cookies.