চিনে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনা ভাইরাস, ফের কি আক্রান্ত হতে পারে মানুষ?
২০১৯ সালের শেষের দিকে একটি নতুন নামের সঙ্গে পরিচিত হয়েছিল বিশ্ববাসী। করোনা ভাইরাস (COVID-19)। ২০১৯ এর শেষে এই ভাইরাসে চীন (China) আক্রান্ত হলেও ২০২০ সালে এর ঢেউ আছড়ে পড়ে ভারতসহ বিশ্বে। এই ঘটনার আজ পাঁচ বছর। আজও মানুষ ভুলতে পারেনি সেই মহামারীকে। আসলে ভোলা সম্ভব নয় যে।
এই মহামারী প্রাণ কেড়ে নিয়েছে কত শত মানুষের। স্তব্ধ করেছিল বিশ্বকে। প্রকৃতি হাঁফ ছেড়ে বাঁচলেও মানুষের মুখে উঠে ছিল মাস্ক। মৃত্যুর এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করেছিল বিশ্বকে। কখন যে কি হয়ে যায়। মানুষ ও ভাইরাসের এই লড়াইয়ে কখনও চিকিৎসা জিতেছে তো কখনও মহামারী।
তবে ২০২১ সালে মারাত্মক দাপট দেখানোর পর ২০২২ সাল থেকে পিছু হটেছে এই মহামারী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতছে বিশ্ব। এমনটাই যখন মনে করা হচ্ছিল সেই মুহূর্তে আবার কপালে ভাঁজ ফেলছে করোনা মহামারী। সে নাকি নতুন রূপে আবার ফিরছে। কারণ চীনে বাদুড়ের শরীরে মিলেছে কোভিডের মতোই ভাইরাসের নমুনা। এই ভাইরাসে আক্রান্ত হতে পারে মানুষ। এমন আশঙ্কা রয়েছে।
আসলে করোনা ভাইরাসেরও আঁতুড় ঘর ছিল চীন। আর সেই চীনেই ফের সমতুল্য এক ভাইরাস মেলায় আতঙ্কে বিশ্ব। উল্লেখ্য,
নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে চীনের গুয়ানঝাউয়ের গবেষণাগারে। নতুন এই ভাইরাসের নাম HKU5-CoV-2। ভাইরোলজিস্ট শি ঝেঙ্গলি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস এক প্রকারের নয়। পশু পাখির দেহে এই ধরণের অনেক করোনা ভাইরাস রয়েছে। যার মধ্যে কিছু ভাইরাসের মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। যেটা ২০১৯ সালে হয়েছিল। তেমনি চীনে নতুন এই ভাইরাসেরও মানবদেহে সংক্রমণের আশঙ্কা রয়েছে যে কারণে ভয়ে চীন সহ বিশ্ব। যদিও বিভিন্ন প্রতিষেধকের জেরে এই মুহূর্তে মানব শরীরের ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা অনেকটাই বেড়ে গেছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.