সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক অর্থনীতির খাতে যেন একপ্রকার মোড় ঘুরে গেল। চীনের সঙ্গে দীর্ঘ শুল্কযুদ্ধের জেরে আমেরিকার বহুজাগতিক সংস্থা অ্যাপল (Apple iPhone) এবার ধীরে ধীরে তাদের উৎপাদন কেন্দ্র ভারতের দিকে নিয়ে আসছে। আর এর ফলে একদিকে যেমন লাভ হচ্ছে ভারতীয় শিল্পক্ষেত্রের, ঠিক তেমনই ড্রাগনের দেশের প্রযুক্তিতে বড়সড় ধাক্কা পড়ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কী ঘটছে ঠিক?
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ করে চীনের উপর নির্ভরতা কমানোর যে পরিকল্পনা নিয়েছিল, তার প্রভাব পড়ছে গোটা বিশ্বে। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের ২০ শতাংশ কাজই ভারতের মাটিতে হচ্ছে। আর এর পিছনে সংস্থাটি বিনিয়োগ করেছে প্রায় ২২০০ কোটি মার্কিন ডলার। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা।
ভারতের প্রতি কেন আগ্রহ বাড়ছে?
কোভিড মহামারীর সময় গোটা পৃথিবী যখন একপ্রকার থমকে গিয়েছিল তখন চীন থেকে উৎপাদন পুরোপুরি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল অ্যাপল সংস্থার কাছে। আর সেই সময় থেকেই চীনের বিকল্প খোঁজার পথচলা শুরু। আর এই পথ ধরেই তারা ভারতের মাটিতে পা রাখে। মূলত দক্ষিণ ভারতের ফক্সকনের কারখানা, টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ উৎপাদন এবং কোন খরচে অবকাঠামো, সবমিলিয়ে ভারত অ্যাপলের এক প্রধান গন্তব্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অ্যাসেম্বলিং থেকে রপ্তানি সবই ভারতে..
প্রথমে কেবল ফোন অ্যাসেম্বলিং শুরু হলেও এখন ভারতেই তৈরি হচ্ছে আইফোনের সব যন্ত্রাংশ। হ্যাঁ, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে রপ্তানি হয়েছে প্রায় ১৭৪০ কোটি ডলার মূল্যের আইফোনের যন্ত্রাংশ, যা ভারতীয় অঙ্কে দাঁড়ায় প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। এই পরিসংখ্যানই স্পষ্ট করছে যে, ভারত শুধুমাত্র উৎপাদনের কেন্দ্র নয়, বরং বিশ্বব্যাপী আইফোন সরবরাহের এক অনন্য নাম।
চীনের জন্য বড়সড় ধাক্কা
জিংপিং এর দেশ এতদিন ধরে অ্যাপলের প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধ, কোভিড-১৯ মহামারি এবং আন্তর্জাতিক কিছু কারণের ফলে তারা ধীরে ধীরে সেই স্থান হারাতে বসেছে। বেশ কিছু বিশ্লেষক মনে করছে, অ্যাপল সম্পূর্ণভাবে চীন থেকে সরে এসে ভারতমুখী হতে চাইছে। তবে সম্পূর্ণ সরে আসতে প্রায় আট বছর সময় লাগতে পারে।
সুতরাং, এখন শুধু সময়ের অপেক্ষা। কত দ্রুত ভারত এই প্রযুক্তি রূপান্তরের ক্ষেত্রে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিতে পারে সেটাই দেখার।