চীনা কোম্পানির তৈরি স্মার্টফোনে বিশ্বাস করবেন না, বড় দাবি করলেন Samsung-র সিইও
দেশের আনাচে কানাচে এখন শুধুই চীনা কোম্পানির তৈরি স্মার্টফোন। দামে কম হলেও, মানে কতটা ভালো তা নিয়ে প্রশ্ন তুলেছেন Samsung এর প্রেসিডেন্ট তথা সিইও জেবি পার্ক। তাদের স্মার্টফোনের উপর ভরসা করা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। Samsung Galaxy S25 সিরিজের লঞ্চ অনুষ্ঠানে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি।
Samsung কর্ণধারের মতে, ভারতে চীনা স্মার্টফোনগুলির এআই অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহারকারীর ডেটা পরিচালনার ক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর পরামর্শ, ভারতীয় গ্রাহকদের বিবেচনা করা উচিত যে তারা কোন ব্র্যান্ডের উপর নির্ভরযোগ্যভাবে, তাদের ব্যক্তিগত তথ্যের আস্থা রাখতে পারেন।
মূলত, বেশ কিছু সময়ে ধরে ভারতে চীনা স্মার্টফোনগুলির পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে স্যামসাং। তারপরই, এই মন্তব্য করেন জেবি পার্ক। তিনি, চীনা ব্র্যান্ডগুলির দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। তবে “বিশ্বাসের বিষয়”-এর উপর জোর দিয়েছেন তিনি। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবহারকারীর সংবেদনশীল ডেটা।
কোম্পানির সিইও স্বীকার করেছেন যে, স্যামসাংয়ের পক্ষে প্রতিটি মূল্য বিভাগে টেক্কা দেওয়া সম্ভব নয়। তবে ভারতীয় ভোক্তাদের চাহিদা পূরণের জন্য কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ। এই শিল্পে এআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি, এআই বিকাশের বর্তমান পর্যায়কে ইন্টারনেটের প্রাথমিক দিনগুলির সাথে তুলনা করেছেন।
এছাড়াও, কোম্পানি দাবি করেছে, ২০২৫ সালের শেষ নাগাদ ভারতের গ্রামীণ এলাকায় সার্ভিস সেন্টার দ্বিগুণ করে ৮০০-তে নিয়ে যাওয়া হবে।
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের…
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
This website uses cookies.