চীনা ব্র্যান্ডদের দাপটে চাপে Samsung, পাল্টা দিতে 7000mah ব্যাটারির ফোন আনছে সংস্থা

ফোন যত উন্নত হোক না কেন, ব্যাটারির ক্ষমতা কম থাকলে ব্যবহারের মজাই নষ্ট হয়ে যায়। তাই চাইনিজ স্মার্টফোন কোম্পানিরা তাদের মিড-রেঞ্জ ও হাই-এন্ড মডেলে পাওয়ারফুল ব্যাটারি রাখতে শুরু করেছে। ক্যাপাসিটি ৫,৫০০ থেকে ৬,০০০ এমএএইচ-এর মধ্যে থাকছে। এই ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রসেসরের পাওয়ারের প্রয়োজনীয়তা পূরণ করতে এবং ব্যাটারির আয়ু উন্নত করার জন্য সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করতে দেখা যাচ্ছে তাদেরকে। এবার স্যামসাং (Samsung) সেই পথে হাঁটবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

READ MORE:  Realme 14 Pro Launched: একলাফে ২৫৬ জিবি থেকে ৫১২ জিবি! এই ফোনের স্টোরেজ ডাবল করার ঘোষণা করল রিয়েলমি | Realme 14 Pro 512GB Variant Price

স্যামসাং আগে সিলিকন কার্বন (Si/C) ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে গুঞ্জন ছিল। দক্ষিণ কোরিয়ার প্রকাশনা এফএননিউজ দাবি করেছে যে Galaxy S26 Ultra ফোনটি ৭,০০০ এমএএইচ পর্যন্ত ক্ষমতার ব্যাটারি অফার করতে পারে। স্বাভাবিকভাবেই এই খবর সত্যি হলে চীনা প্রতিযোগীদের তুলনায় অনেকটাই এগিয়ে যেতে পারে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।

উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলিতে পূর্বসূরীদের মতোই ব্যাটারি ক্যাপাসিটি থাকবেও, অবিশ্বাস্য ব্যাটারি লাইফ অফার করে। এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে Samsung One UI 7। নতুন এই কাস্টম স্কিন ব্যাটারি অপ্টিমাইজেশনের মাধ্যমে ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তুলছে।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: Xiaomi আনল হোলি সেল, সনি ক্যামেরার সহ আসা Redmi Note 14 5G ফোনে লোভনীয় অফার | Redmi Note 14 5G Price

Samsung Galaxy S26 লাইনআপ ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। ফলে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ করতে সময় অনেকটা কম লাগবে। তবে মনে রাখবেন, ফোনগুলি প্রাথমিকভাবে তৈরি হওয়ার কারণে এই দাবিগুলি সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। সবকিছু চূড়ান্ত করার জন্য স্যামসাংয়ের হাতে যথেষ্ট সময় আছে।

READ MORE:  Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record
Scroll to Top