চীনা ব্র্যান্ডদের দাপটে চাপে Samsung, পাল্টা দিতে 7000mah ব্যাটারির ফোন আনছে সংস্থা

ফোন যত উন্নত হোক না কেন, ব্যাটারির ক্ষমতা কম থাকলে ব্যবহারের মজাই নষ্ট হয়ে যায়। তাই চাইনিজ স্মার্টফোন কোম্পানিরা তাদের মিড-রেঞ্জ ও হাই-এন্ড মডেলে পাওয়ারফুল ব্যাটারি রাখতে শুরু করেছে। ক্যাপাসিটি ৫,৫০০ থেকে ৬,০০০ এমএএইচ-এর মধ্যে থাকছে। এই ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রসেসরের পাওয়ারের প্রয়োজনীয়তা পূরণ করতে এবং ব্যাটারির আয়ু উন্নত করার জন্য সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করতে দেখা যাচ্ছে তাদেরকে। এবার স্যামসাং (Samsung) সেই পথে হাঁটবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

READ MORE:  Huawei Hi Nova 12z Camera: ৩৬ মিনিটেই ফুল চার্জ! ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে | Huawei Hi Nova 12z Launched

স্যামসাং আগে সিলিকন কার্বন (Si/C) ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে গুঞ্জন ছিল। দক্ষিণ কোরিয়ার প্রকাশনা এফএননিউজ দাবি করেছে যে Galaxy S26 Ultra ফোনটি ৭,০০০ এমএএইচ পর্যন্ত ক্ষমতার ব্যাটারি অফার করতে পারে। স্বাভাবিকভাবেই এই খবর সত্যি হলে চীনা প্রতিযোগীদের তুলনায় অনেকটাই এগিয়ে যেতে পারে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।

উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলিতে পূর্বসূরীদের মতোই ব্যাটারি ক্যাপাসিটি থাকবেও, অবিশ্বাস্য ব্যাটারি লাইফ অফার করে। এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে Samsung One UI 7। নতুন এই কাস্টম স্কিন ব্যাটারি অপ্টিমাইজেশনের মাধ্যমে ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তুলছে।

READ MORE:  Best Smartphone: উঠবে দুর্দান্ত সেলফি! Vivo, Oppo, Redmi -র দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন অর্ডার করুন | Best Smartphone selfie front camera under 30000

Samsung Galaxy S26 লাইনআপ ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। ফলে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ করতে সময় অনেকটা কম লাগবে। তবে মনে রাখবেন, ফোনগুলি প্রাথমিকভাবে তৈরি হওয়ার কারণে এই দাবিগুলি সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। সবকিছু চূড়ান্ত করার জন্য স্যামসাংয়ের হাতে যথেষ্ট সময় আছে।

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে
Scroll to Top