চীনের ডিপসিক AI আমেরিকার ChatGpt-কে টেক্কা দিচ্ছে, ভারতে কতটা প্রভাব পড়বে?
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জগতে নতুন চমক এনেছে চীনের ডিপসিক R1। মাত্র এক সপ্তাহ আগে লঞ্চ হওয়া এই AI মডেল ইতিমধ্যেই বিশ্বের প্রযুক্তি এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চীনের হাই ফ্লায়ার হেজ ফান্ডের অধীনস্থ এই AI প্ল্যাটফর্মটি খুব দ্রুতই সিলিকন ভ্যালির মতো জায়গাগুলোতে প্রভাব ফেলছে।
ডিপসিক AI হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যা চ্যাটজিপিটির মতোই একটি AI প্লাটফর্ম। তবে ডিপসিকের বিশেষত্ব হল, এটি তুলনামূলকভাবে কম মূলধন এবং কর্মী নিয়েও খুব দ্রুত সাফল্য অর্জন করেছে। চীনের এই কোম্পানির প্রতিষ্ঠা মাত্র ২ বছর আগে হলেও এর উন্নত মডেল ইতিমধ্যেই ওপেন AI-এর চ্যাটজিপিটির সাথে প্রতিযোগিতায় নেমে গেছে।
ডিপসিকের উত্থানের পর আমেরিকার শেয়ারবাজারে পতন দেখা গেছে। ২৭শে জানুয়ারি এS&P 500 সূচক ১.৭% নেমে যায় এবং নাসডাকের সূচক প্রায় ২.৮% নেমে গেছে। বিশেষত এনভিডিয়া, যা AI চিপস বাজার দখল করে রয়েছে, তাদের শেয়ারের দাম ১৭% কমে যায়। এই পতনের ফলে এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।
ডিপসিক তাদের AI মডেল তৈরিতে বাইদু বা আলিবাবার মত বড় সংস্থার উপর নির্ভর করে না। নিজেরাই AMD-এর মতো প্রস্তুতকারকদের সঙ্গে অংশীদারিত্ব করেছে। AMD-এর GPU এবং ROCM সফটওয়্যারের মাধ্যমে ডিপসিক তাদের মডেলকে আরও উন্নত করে তুলেছে। অন্যদিকে তারা গবেষণায় বেশি মনোযোগ দিচ্ছে, বাণিজ্যের দিকে নয়।
ডিপসিকের উত্থান ভারতে AI সংক্রান্ত গবেষণা এবং বিনিয়োগে নতুন মাত্রা যোগ করে ফেলেছে। চীনের মত দেশ যেখানে কম খরচে AI মডেল তৈরি করছে, সেখানে ভারতীয় স্টার্টআপগুলিও এই পদ্ধতি অনুসরণ করতে পারে। তবে এটি ভারতের প্রযুক্তি বাজারে আমেরিকান কোম্পানিগুলির উপস্থিতি কতটা প্রভাবিত করবে তা সময় বলা যাবে।
ডিপসিকের সাফল্য চীনের AI শিল্পে বরফ সাফল্য এনে দিয়েছে। তবে চীনের AI মডেলগুলি আন্তর্জাতিক বাজারে কতটা সাফল্য পাবে তা এখন দেখার বিষয়।
ডিপসিক R1-এর মাধ্যমে চীন প্রমাণ করেছে যে, AI তৈরির জন্য শুধুমাত্র বড় মূলধনই নয়, বরং সঠিক কৌশল এবং প্রতিভার প্রয়োজন। তবে AI-এর এই প্রতিযোগিতা প্রযুক্তির জগতে নতুন রাস্তা খুলে দিতে পারে।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.