চীন-বাংলাদেশের ঘুম উড়বে! প্রজাতন্ত্র দিবসে ক্ষমতা প্রদর্শন করল মাহিন্দ্রার সামরিক গাড়ি
যুদ্ধের ময়দানে শক্তিশালী গাড়ি হিসাবে অনবদ্য Mahindra Armado ASLV। প্রজাতন্ত দিবসের প্যারেডে সাঁজোয়া গাড়িটি প্রদর্শনী করেছে ভারতীয় সেনা। উপস্থিত জনতার নজর কেড়েছে এই প্রকান্ড মিলিটারি গ্রেড নির্মিত গাড়িটি। এটি একটি আর্মারড লাইট স্পেশাল ভেহিকেল, যা বানিয়েছে ভারতীয় সংস্থা মাহিন্দ্রা।
মাহিন্দ্রার আর এক শাখা মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গাড়িটি। জানলে অবাক হবেন, এই গাড়িতে যে চেসিস রয়েছে তা Mahindra Thar এও রয়েছে। বিশেষত কম্বাটের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে STANAG লেভেল ২ এবং B7 লেভেল ব্যালিস্টিক সুরক্ষা। ১০০০ কেজি ওজন নিতে পারে গাড়িটি।
অস্ত্র বহন করার জন্য কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। এটি বর্ডারে নজরদারি চালানোর জন্যও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানের কথা মাথায় রেখে সেনাদের সবরকম সহায়তা করার দক্ষতা রয়েছে Armado এর কাছে। গাড়িতে রয়েছে ৩.২ লিটার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন, যা সর্বাধিক ২১৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। গাড়িটি শুধু ডিজেল নয়, বিভিন্ন জ্বালানিতে চলতে পারে।
টায়ার পাংচার হয়ে গেলেও ৫০ কিলোমিটার যেতে পারবে। রয়েছে অল হুইল সাসপেনশন অর্থাৎ সব রকম দুর্গম পথের জন্য সেরা ভারসাম্য দিতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা। ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ১২ সেকেন্ড। প্রযুক্তির দিক দিয়ে রয়েছে, পাবলিক এড্রেস সিস্টেম, জিপিএস, অটোমেটিক গ্রেনেড লঞ্চার, HF/UHF/VHF রেডিয়ো সিস্টেম ইত্যাদি।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.