চুপিসারে পাকিস্তানের সাথে অন্য গেম খেলছিল শ্রীলঙ্কা, জানতেই পাল্টা খেলে দিল ভারত
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা যৌথ নৌ-মহড়া (Naval Exercise)। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, চলতি বছর শ্রীলঙ্কার ত্রিনকোমালি উপকূল সংলগ্ন এলাকায় পাকিস্তানের সাথে যৌথ নৌ মহড়ায় নামার কথা ছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। আর সেই খবর জানা মাত্রই, তড়িঘড়ি লঙ্কান সরকারের কাছে নিজেদের আপত্তির কথা জানায় ভারত। আর এরপরই, শ্রীলঙ্কার তরফে বিরাট ধাক্কা পায় পাকিস্তান। সূত্র বলছে, প্রতিবেশী ভারত চায়নি, তাই আর হচ্ছে না যৌথ নৌ মহড়া।
সম্প্রতি কলম্বো সফরে গিয়ে প্রতিবেশী শ্রীলঙ্কার সাথে প্রথমবারের জন্য একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে উপকারী দেশের একাধিক প্রকল্পের উদ্বোধনেও অংশ নিয়েছিলেন তিনি। সূত্র বলছে, শ্রীলঙ্কা সফরে গিয়ে আগে থেকেই দ্বীপ রাষ্ট্রটির সাথে যৌথ নৌ মহড়ার প্রস্তাব দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। জানা যায়, ভারতের সেই প্রস্তাবে এক নিঃশ্বাসে রাজি হয়ে গিয়েছেন প্রেসিডেন্ট অনুর দিশানায়েকে। তবে এর মাঝে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার যৌথ নৌ মহড়া মেনে নিতে পারেনি দিল্লি। কিন্তু কেন?
বলে রাখি, শ্রীলঙ্কার ত্রিনকোমালি উপকূলীয় অঞ্চল ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলেই ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে একটি জ্বালানি কেন্দ্র গড়ে তুলেছে। জানা যায়, তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় শক্তি প্রকল্প স্বাক্ষরিত হয়েছিল। এই প্রকল্পের মধ্যে বহু পণ্য পাইপলাইন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তেল ট্যাঙ্ক ফার্মের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত আছে। এহেন আবহে ত্রিনকোমালির কাছে পাকিস্তানের সাথে যৌথ নৌ মহড়ার খবর কানে আসতেই তড়িঘড়ি শ্রীলঙ্কার সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।
ভারতের তরফে জানানো হয়, অঞ্চলটি আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই ওই উপকূল ক্ষেত্র সংলগ্ন অঞ্চলে পাক বাহিনীর নৌমহড়া অনুষ্ঠিত হলে তা ভারতের সুরক্ষা ব্যবস্থাকে বিচলিত করতে পারে। সূত্র অনুযায়ী, পাকিস্তানের সাথে এমন মহড়াকে পাক উস্কানি বলেও দাবি করেছে ভারত। জানা যায়, ভারতের কথায় সাড়া দিয়ে পাকিস্তানের সাথে ওই মহড়াটি বাতিল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। যা পশ্চিম দিকের দেশ পাকিস্তানের চিন্তা অনেকটাই বাড়িয়েছে।
অবশ্যই পড়ুন: ভরাডুবির মধ্যেই KKR-র জন্য সুখবর! দলে ফিরতে পারেন পুরনো সতীর্থ
সাম্প্রতিক সময়ে ভারতকে ফাঁপরে ফেলতে চিনের সাথে সরু লাইন করেছে পাকিস্তান। প্রতিমুহূর্তে ড্রাগনের দেশকে সাধ্যমত নানান সুবিধা দিয়ে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত দেশটি! এমতাবস্থায়, সম্প্রতি ভারতের সাথে শ্রীলঙ্কার সখ্যতা আরও গভীর হওয়ায়, অনেকেই মনে করছেন, প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটিকে হাত করে ত্রিনকোমালির কাছে পাকিস্তানের নৌ মহড়ার একমাত্র অর্থ ভারতকে বিপদে ফেলা! সূত্র বলছে, এই অঞ্চলে প্রতিমুহূর্তে আধিপত্য বিস্তার করতে চাইছে চিন! আর সেই পথ মসৃণ করে দিতেই শ্রীলঙ্কার সাথে কু সম্পর্ক তৈরির চেষ্টা করছিল পাকিস্তান। যা বুঝতে পেরেই পাক ষড়যন্ত্রকারীদের চাল বানচাল করল ভারত।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.