ছিলেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে, ১০ বছরে প্রথম মহিলা ডেপুটি গভর্নর RBI-তে! কে এই পুনম?
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । কেন্দ্রীয় সরকার তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (NCAER) এর মহাপরিচালক পুনম গুপ্তার নিয়োগ অনুমোদন করেছে। জানুয়ারিতে মাইকেল দেবব্রত পাত্র পদত্যাগ করার পর আরবিআই-এর ডেপুটি গভর্নরের পদটি শূন্য হয়ে যায়।
সূত্রের খবর, ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) পুনম গুপ্তাকে আরবিআই-তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে, যেদিন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকে তিন বছরের জন্য। বর্তমানে, তিনি NCAER-এর মহাপরিচালক। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ষোড়শ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের আহ্বায়কও।
ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ পদে প্রায় দুই দশক কাটিয়ে তিনি ২০২১ সালে পুনম NCAER-তে যোগ দেন। তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের (মার্কিন যুক্তরাষ্ট্র) দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেছেন এবং দিল্লির আইএসআই (ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট) তে ‘ভিজিটিং ফ্যাকাল্টি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি (NIPFP)-তে RBI চেয়ার প্রফেসর এবং ICRIER-তে অধ্যাপকও ছিলেন।
পুনম গুপ্তা মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক অর্থনীতিতে পিএইচডি করার জন্য তিনি এক্সিম ব্যাংক পুরস্কার জিতেছিলেন।
গত বছরই, ৫৬ বছর বয়সী সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তাকে আগামী তিন বছরের জন্য আরবিআই-এর নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা ৯ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। এর আগে মালহোত্রা ভারতের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গভর্নর হিসেবে ছয় বছরের মেয়াদ পূর্ণ করা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.