সৌভিক মুখার্জী, কলকাতা: “ও কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। শুধু চাই, যেভাবেই হোক আমার ছেলেকে যেন ফিরিয়ে দেওয়া হয়।” চোখের জল আর ধরে রাখতে পারলেন না ভোলানাথ সাউ। হ্যাঁ, ছেলে পুর্নম সাউ এখন পাকিস্তানি সেনার হেফাজতে পড়ে রয়েছে। রিষড়ার বাড়িতে এখন শোক আর উদ্বেগে দিন কাটাচ্ছে তার গোটা পরিবার।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কে পুর্নম সাউ?
পুর্নম সাউ বিএসএফের 182 নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল। বয়স 40 বছরের ঘরে। বাড়ি হুগলি জেলার রিষড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। মাসখানেক আগে ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। আবার 31 মার্চ পাঠানকোটে কাজে যোগ দিয়েছেন। সূত্রের খবর, তার আগে কুম্ভমেলায় ডিউটি ছিল তার। তার পত্নী রজনী সাউ জানান, মঙ্গলবার রাতেই শেষ কথা হয়েছিল তার স্বামীর সঙ্গে। আর তারপর থেকে কোনও হদিস মেলেনি।
বন্ধু ফোন করে জানাল দুঃসংবাদ
BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ জানিয়েছেন, বুধবার রাত আটটা নাগাদ ওর এক বন্ধু জানিয়েছে, পুর্নমকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গিয়েছে। খবরটা শুনে ঘাবড়ে পড়েন তিনি। এমনকি কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পুর্নমের বাবা জানিয়েছেন, বুধবার সকালে আমি ছেলেকে ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। রাতে ওর বন্ধু জানায়, ওর শরীর খারাপ ছিল। তাই গাছের নীচে শুয়ে ছিল। তখনই পাক সেনারা ওকে ধরে নিয়ে যায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আসলে কী ঘটেছিল সেদিন?
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ এক জঙ্গি হামলার সাক্ষী হয় গোটা দেশ। 26 জন পর্যটকের প্রাণ যায় ওই হামলায়। সীমান্ত তখন উত্তেজনা তুঙ্গে। আর তারই মধ্যে পাক সেনার হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পুর্নম সাউ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পুর্নম সাউ ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে পা ফেলে দিয়েছিলেন। আর ঠিক সেই সময় পাকিস্তানি সেনারা তাকে ধরে ফেলেন।
জওয়ানকে ফিরিয়ে আনতে চলছে ফ্ল্যাগ মিটিং
পুর্নম সাউকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা এবং পাকিস্তানের রেঞ্জার্স। দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক আলোচনা। সূত্র মারফত জানা গিয়েছে, এমন ঘটনা আগেও ঘটেছে এবং আলোচনার মাধ্যমে তা সমাধান হয়েছে। তবে এখনও পর্যন্ত পুর্নম সাউকে ফিরিয়ে আনা সম্ভবপর হয়ে ওঠেনি। সেনাদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তাকে সুস্থ এবং নিরাপদ ভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
পুর্নমের বাবা ভোলানাথ সাউ জানিয়েছেন, বিএসএফের এক সিনিয়র অফিসারের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে, রাত পর্যন্ত উচ্চপর্যায়ের বৈঠক চলেছে। কিন্তু পুর্নমের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এমনকি কান্না মাখানো গলায় তিনি বলেন, আমি শুধু জানতে চাই আমার ছেলে কোথায় আছে। ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনুন।