ছোবল বিষধর কালাচের! কিভাবে বাঁচালো যুবক? দেখুন ভয়ঙ্কর ভিডিওটি

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখনই সমস্ত খবরই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। যার মধ্যে বেশ কিছু ঘটনা দেখলে পরে রীতিমতো শিউরে ওঠে গা। ঘটনার বীভৎসতা রীতিমতো চমকে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রকমই একটি ভিডিও।

এই ভিডিওটি দেখার পর গা দিয়ে হিম স্রোত বয়ে গেছে নেটিজেনদের। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা মাচায় বসে এক মনে ফোনে কথা বলছিলেন এক তরুণ। চোখে সানগ্লাস, মাথায় টুপি পরা ওই যুবক ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তার পিছনে এসে উপস্থিত হয়ে সাক্ষাৎ মৃত্যু!

READ MORE:  'বাবা নিরালা' আর 'ববিতা'র সেই দৃশ্য মনে আছে?Tridha Chaudhary-র এই ওয়েব সিরিজ ও ছবি তার থেকেও বেশি সাহসী!

কিন্তু ওই যে রাখি হরি তো মারে কে! ওই যুবকের মাথা লক্ষ্য করে একের পর এক ছোবল মারে এক অতিকায় সাপ। কিন্তু না মৃত্যু হয়নি ওই যুবকের। তাকে বাঁচিয়ে দেয় তার মাথায় থাকা টুপি।‌ একের পর এক ছোবল মেরেও সুবিধা করতে না পারায় বিরক্ত হয়ে টুপিটি নিয়ে চলে যায় ওই ভয়ঙ্করদর্শন সাপ।

READ MORE:  আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল শাহরুখ-সলমন! বিস্ফোরক মন্তব্য মমতা কুলকার্নি

যুবকটির মাথায় না থাকলে আজ কি হতে পারত তা সবাই জানে। মৃত্যু নিশ্চিত ছিল এই যুবকের। সাপটির লক্ষ্য ছিল তরুণের মাথায় ছোবল দেওয়া। কিন্তু তার আগেই পিছন ঘুরে সরীসৃপটিকে দেখে সরে যান ওই তরুণ। রীতিমতো ঘাবড়ে যান তিনি। যার ফলে তিনি রক্ষা পান অল্পের জন্য।এই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

READ MORE:  Sapna Chaudhary: 'তেরি আখ্যা কা ইয়ো কাজল' গানে টিপ টপ ডান্স করলেন স্বপ্না চৌধুরী

 

Scroll to Top