জট কাটিয়ে অবশেষে কলকাতায় বসছে গ্যাসের পাইপলাইন! কবে থেকে বাড়ি বাড়ি মিলবে?
প্রীতি পোদ্দার, কলকাতা: রান্নার গ্যাস পাইপলাইন (Piped Natural Gas) বসানোর জন্য বেশ কয়েক মাস ধরে রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত জটে ডুবেছিল বেঙ্গল গ্যাস কোম্পানি। এক বছরেরও বেশি আটকে ছিল বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ প্রকল্প। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক এবং দেরি হচ্ছিল যে সংশ্লিষ্ট মহল দাবি করছে, আগামী বছরেও শহরবাসী সম্পূর্ণ রূপে এই গ্যাস পাবেন না, তবে স্বস্তির বিষয় হল, অবশেষে সেই জট খুলতে চলেছে। কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন (Gas Pipeline) ।
কিছুদিন আগে বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে, রাজ্যে পাইপে রান্নার গ্যাস সরবরাহের জন্য কাজ চলছে। শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ৭৯৫ কিলোমিটার পাইপলাইন বসিয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। কিন্তু কবে এই প্রকল্প সম্পূর্ণ হবে, তার কোনও উল্লেখ করেননি তিনি। তবে বণিকসভা অ্যাসোচ্যামের এক সভায় বেঙ্গল গ্যাস কোম্পানিরই সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছিলেন ২০২৬-এর মার্চের মধ্যেই কলকাতা শহরের উপকণ্ঠে নিউটাউনে পাইপবাহিত রান্নার গ্যাস (Gas Pipeline) তৈরি হয়ে যাবে। কিন্তু কলকাতায় কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
কিন্তু এবার সেই জট খুলতে চলেছে। কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন। কিন্তু এখনই তার মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস যাবে না। প্রকল্পের ভারপ্রাপ্ত বেঙ্গল গ্যাস কোম্পানির কর্তাদের দাবি, পুরো লাইন চালু হলে তবেই সেটা সম্ভব হবে। আপাতত পরের মাস থেকে ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুর থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে এই পাইপলাইন বসবে। যা পুজোর আগেই বসানো শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে সংস্থার তরফ থেকে।
আসলে এতদিন কলকাতা পুরসভার সঙ্গে এক বিরাট দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল বেঙ্গল গ্যাস কোম্পানি। গোটা রাজ্যে পাইপলাইন বসাতে রাস্তা খোঁড়ার যা খরচ, তার প্রায় পাঁচগুণ বেশি খরচ ছিল কলকাতা পুর এলাকায়। আসলে কলকাতা পুর এলাকায় মোট ৪০০০-৪৫০০ কিলোমিটার পাইপ বসবে। সংস্থা এই প্রকল্পে রাস্তা খোঁড়া ও তার ছাড়পত্র পাওয়ার খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ৮৪৫ টাকা করে নেওয়া হলে তা অনেকটাই বেরিয়ে যাবে। তাই এই নিয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে চাপানউতোর চলছিল বেঙ্গল গ্যাসের। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পের স্বার্থে আপাতত সংস্থাটি পুরসভার হাঁকা টাকাতেই এই ৪ কিমি পাইপলাইন বসাতে চলেছে। পুরসভার থেকে মোট খরচের হিসাব আসার পরেই আগামী মাস থেকে সেই টাকা জমা করে পাইপ বসানো শুরু হবে।
অন্যদিকে রান্নার গ্যাসের পাইপলাইন ঘনবসতিপূর্ণ এলাকা বসাতে গেলে আরও ৫-৬ মাস সময় লাগতে পারে। এ দিকে, কল্যাণীর গয়েশপুরের পরে লাইন বসানো নিয়ে জট খুলতে শিল্পসচিব বন্দনা যাদবকে চিঠি দিয়েছে বেঙ্গল গ্যাস। কারণ, এই রান্নার গ্যাস পাইপলাইন ব্যারাকপুর পর্যন্ত আনতে চায় সংস্থা। তাইতো গঙ্গার অন্য পারে হুগলির মগরা থেকে উলুবেড়িয়া পাইপ বসানো হচ্ছে পুরোদমে। পাশাপাশি পুজোর পরে নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার একাধিক পুর এলাকায় পাইপে রান্নার গ্যাস সরবরাহ শুরু হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
This website uses cookies.