প্রীতি পোদ্দার, জলপাইগুড়ি: সম্প্রতি টালিগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দিনের পর দিন অভিযুক্ত যুবক শারীরিক নির্যাতনের করে এসেছে এই শিশুর উপর। ইতিমধ্যে পুলিশের হেফাজতে রয়েছে এই যুবক। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ি (Jalpaiguri)। এক যুবকের যৌন লালসার ‘শিকার’ হলেন আশি বছরের এক বৃদ্ধা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘটনাটি কী?
জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকার একটি গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা হলেন এই আশি বছরের বৃদ্ধা। নিজের বাড়িতে তাঁর মেয়ে এবং নাতির সঙ্গে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। নির্যাতিতা ওই বৃদ্ধার নাতির অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর মা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। কিন্তু রাত পর্যন্ত মেয়ে না ফেরায় তাঁর দিদা বাড়ি থেকে বের হয়ে মেয়ের খোঁজ করতে যান। নাতির ঘুম ভাঙলে তিনি দেখেন দিদার ঘরের দরজা খোলা। সেও দিদার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে খোঁজ খবর করেন। কিন্তু পাওয়া যায়নি। পরেরদিন সকালে ফের যখন দিদার খোঁজে বের হন নাতি তখন বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমিতে বিবস্ত্র অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন।
হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধা
সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে নাতি। বাড়িতে কিছু প্রাথমিক চিকিৎসা করার পর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তাঁর নাতি। তখনই নির্যাতিতা ওই বৃদ্ধা তাঁর নাতিকে গোটা ঘটনা জানায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি থানা এলাকায়। এদিন নির্যাতিতা বৃদ্ধা তাঁর নাতিকে জানান, রাতে যখন তাঁর মেয়েকে খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন, তখনই পাশের বাড়ির যুবক তাঁকে তুলে নিয়ে যায় পাশের ওই চাষের জমিতে। সেখানেই তাঁকে ধর্ষণ করে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আর তখনই নির্যাতিতার নাতি গোটা বিষয়টি ময়নাগুড়ি থানার পুলিশকে জানায়। সেখানে তাঁদের অভিযোগ নেওয়া হয়। এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গতকাল অর্থাৎ বুধবারই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন পরিবার ও প্রতিবেশীরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।