জলের দরে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, ১৪ হাজার টাকা ছাড়

Xiaomi Holi Sale Best Deals: শুরু হয়েছে শাওমির হোলি সেল। এই হোলি সেলে রেডমির স্মার্টফোনে বাম্পার ছাড় পাওয়া যাচ্ছে। যেকারণে Redmi Note 13 সিরিজ, Redmi 12, Redmi 13C এবং Redmi A3 এর মতো ফোন এমআরপির তুলনায় অনেক কম দামে কেনা যাচ্ছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫০০০ টাকা ছাড় রয়েছে। শাওমি হোলি সেলে উপলব্ধ ফোনগুলিতে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে এবং জল প্রতিরোধী IP68 রেটিং আছে।

READ MORE:  Oppo Reno 13 5G Sky Blue Launched: হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ | Oppo Reno 13 5G Sky Blue Colour Variant Price

Xiaomi Holi Sale: স্মার্টফোনে অফার

Redmi Note 13 Pro

২০০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটি শাওমি হোলি সেলে ৯,০০০ টাকা কমে হচ্ছে। হোলি সেলে আপনি এই ডিভাইসটি ১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্টে ৫০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হবে। ১২০ হার্টজ হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা হ্যান্ডসেটটি ১৯ মিনিটে ফুল চার্জ হবে।

READ MORE:  Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale

Redmi Note 13 5G

১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসা রেডমি নোট ১৩ ৫জি ফোনটি হোলি সেলে বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। ৬,০০০ টাকা ছাড়ের পর এই ডিভাইসটি কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। এর সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট আলাদা। এই স্মার্টফোনে ১০০০ নিট ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ ডিসপ্লে দেওয়া হয়েছে।

READ MORE:  এমন ডিজাইন কোনও ফোনেই নেই, ফাঁস Nothing Phone 3a ও Phone 3a Pro-র ছবি

Redmi A3

রেডমি এ৩ ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম রয়েছে। ফোনটি হোলি সেলে ৩,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এটি ৬,৯৯৯ টাকায় কেনা যাবে। আরও ছাড় পেতে, আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। রেডমি এ৩ এর পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Scroll to Top