লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জল থেকে জঙ্গল অনায়াসে ছুটবে, শক্তিশালী মোটরসাইকেল লঞ্চ করে চমকে দিল Honda

Published on:

হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে আরও অফ-রোড ফ্রেন্ডলি করে তোলার জন্য যান্ত্রিক দিক থেকে বিশেষ করে সাসপেনশন সেটআপে বেশ কিছু আপগ্রেড করেছে জাপানি সংস্থাটি। পিছনের সাসপেনশন ড্যাম্পিং পরিবর্তনের ফলে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

অন্যদিকে, পিছনের বটমিং নিয়ে অভিযোগ থাকায় হোন্ডা ব্যাক সাইডে অবস্থিত স্প্রিংগুলি শক্ত করে তুলেছে। CRF300L Rally-এর নতুন ভার্সন দীর্ঘস্থায়ী করে তোলার লক্ষ্যে একটি নতুন বিয়ারিং ইনস্টল করা হয়েছে। নতুন সেটআপের সাথে সামঞ্জস্য রেখে সামনের ফর্কগুলির ড্যাম্পিং সংশোধন করেছে জাপানি টু-হুইলার জায়ান্টটি। পারফরম্যান্সের কথা বললে, এতে ২৮৬ সিসি লিকুইড-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সাথে ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স বর্তমান।

READ MORE:  শোরুমে শোরুমে ক্রেতার ঢল, দক্ষিণ ভারতে দুই কোটি বাইক ও স্কুটার বিক্রির নজির গড়ল Honda | Honda Two Wheelers Cross 2 Crore sales

বাইকটিতে একটি নতুন রেডিয়েটর ফ্যান এবং গ্রিলও স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে। শহরের ট্র্যাফিক বা তাপমাত্রা বেশ বেশি এমন অঞ্চলে চালানোর সময় এটি সামগ্রিক তাপ ব্যবস্থাপনা উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন সংযোজনগুলির পাশাপাশি, ডাকার রেস বাইকের মতো নতুন Honda CRF300L র‍্যালিতে লাল এবং নীল রঙের গ্রাফিক্স রয়েছে।

হোন্ডা তাদের এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে। দাম ৬,৪৯৯ ডলার রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৬৫ লক্ষ টাকা। হোন্ডা ভারতে এই রেঞ্জের বাইক চালু করতে আগ্রহী। এমনকি, গত বছর তারা একটি গ্রাহক সমীক্ষাও করেছিল বলে জানা গিয়েছে। বর্তমানে এন্ট্রি-লেভেল ADV সেগমেন্টে চাহিদা চোখে পড়ার মতো, ফলে হোন্ডা তাদের CRF300L Rally লঞ্চের সুযোগ হাতছাড়া করবে না বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  বাজাজ থেকে রয়্যাল এনফিল্ড! মার্চে নজর কাড়তে এন্ট্রি নিচ্ছে দারুণ সব বাইক-স্কুটার | Upcoming Two Wheeler Launches in March 2025

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.