জল থেকে জঙ্গল অনায়াসে ছুটবে, শক্তিশালী মোটরসাইকেল লঞ্চ করে চমকে দিল Honda
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে আরও অফ-রোড ফ্রেন্ডলি করে তোলার জন্য যান্ত্রিক দিক থেকে বিশেষ করে সাসপেনশন সেটআপে বেশ কিছু আপগ্রেড করেছে জাপানি সংস্থাটি। পিছনের সাসপেনশন ড্যাম্পিং পরিবর্তনের ফলে আরও শক্তিশালী হয়ে উঠেছে।
অন্যদিকে, পিছনের বটমিং নিয়ে অভিযোগ থাকায় হোন্ডা ব্যাক সাইডে অবস্থিত স্প্রিংগুলি শক্ত করে তুলেছে। CRF300L Rally-এর নতুন ভার্সন দীর্ঘস্থায়ী করে তোলার লক্ষ্যে একটি নতুন বিয়ারিং ইনস্টল করা হয়েছে। নতুন সেটআপের সাথে সামঞ্জস্য রেখে সামনের ফর্কগুলির ড্যাম্পিং সংশোধন করেছে জাপানি টু-হুইলার জায়ান্টটি। পারফরম্যান্সের কথা বললে, এতে ২৮৬ সিসি লিকুইড-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সাথে ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স বর্তমান।
বাইকটিতে একটি নতুন রেডিয়েটর ফ্যান এবং গ্রিলও স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে। শহরের ট্র্যাফিক বা তাপমাত্রা বেশ বেশি এমন অঞ্চলে চালানোর সময় এটি সামগ্রিক তাপ ব্যবস্থাপনা উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন সংযোজনগুলির পাশাপাশি, ডাকার রেস বাইকের মতো নতুন Honda CRF300L র্যালিতে লাল এবং নীল রঙের গ্রাফিক্স রয়েছে।
হোন্ডা তাদের এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে। দাম ৬,৪৯৯ ডলার রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৬৫ লক্ষ টাকা। হোন্ডা ভারতে এই রেঞ্জের বাইক চালু করতে আগ্রহী। এমনকি, গত বছর তারা একটি গ্রাহক সমীক্ষাও করেছিল বলে জানা গিয়েছে। বর্তমানে এন্ট্রি-লেভেল ADV সেগমেন্টে চাহিদা চোখে পড়ার মতো, ফলে হোন্ডা তাদের CRF300L Rally লঞ্চের সুযোগ হাতছাড়া করবে না বলে অনুমান করা হচ্ছে।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.