প্রীতি পোদ্দার, কলকাতা: জাতীয় সড়কের প্রসঙ্গ উঠতেই প্রথমে মাথায় যেটা আসে সেটি হল বিস্তীর্ণ এবং মসৃণ চওড়া রাস্তা। যেখানে বড় বড় গাড়ি বিনা ঝঞ্ঝাটে যাত্রা করতে পারে মুহূর্তেই। তেমনই একাধিক জাতীয় সড়ক ভারতের এ পার থেকে ও পার যেন জালের মত বিছিয়ে গিয়েছে। বাংলায় এই জাতীয় সড়কের নির্মাণের হার দিনের পর দিন বেড়েই চলেছে। সম্প্রতি এক রিপোর্ট সূত্রে জানা গিয়েছে রাজ্যে জাতীয় সড়কের নির্মাণের হার (Construction of National Highways) দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সম্প্রতি রাজ্যে জাতীয় সড়কের কাজের অগ্রগতির পাশাপাশি সারা দেশে কোন রাজ্য কতটা এগিয়ে তা জানতে শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিল কেন্দ্রীয় সরকারকে। তাতে কেন্দ্রের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেশের প্রতিটি রাজ্যের জাতীয় সড়ক নির্মাণের হার সংক্রান্ত একটি পরিসংখ্যান নির্মাণ করা হয়েছে। আর সেই সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক দুর্দান্ত তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ২০১৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ৩৮৫ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার মধ্যে ৩২০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং শেষ হাওয়া কাজের পরিসংখ্যান জাতীয় স্তরের নিরিখে গড়ে ৭২.৬৬ শতাংশ কাজ হয়েছে।
তালিকায় উঠে এসেছে আরও বেশ কয়েকটি রাজ্য
তবে শুধু পশ্চিমবঙ্গ নয় বেশ কয়েকটি রাজ্য এই তালিকায় নাম হয়েছে। কেন্দ্রের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক নির্মাণের তালিকায় পশ্চিমবঙ্গের পরে নাম উঠে আসছে অন্ধ্রপ্রদেশ এর। সেখানে জাতীয় সড়ক নির্মাণে যেটুকু কাজ এগিয়েছে তা জাতীয় স্তরের নিরিখে গড়ে ৫০ শতাংশ। তবে অন্ধ্রপ্রদেশের থেকে একধাপ এগিয়ে উত্তরপ্রদেশ। জানা গিয়েছে সেখানে ভারত সরকারের অনুমোদনের প্রায় ৭৫ শতাংশ রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে। তবে একমাত্র গোয়ায় জাতীয় সড়ক নির্মাণের ১০০ শতাংশ কাজ শেষ হয়েছে। সেখানে মাত্র ২৬ কিলোমিটার রাস্তার অনুমোদন ছিল। এছাড়াও সেই তালিকায় রয়েছে গুজরাত, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান ও তেলেঙ্গানা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেন্দ্রের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বাংলার উন্নয়ন নিয়ে একের পর এক প্রশংসা করেই চলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “ আমার আশা, এই বাকি ৮৫ শতাংশ দ্রুত ১০০ শতাংশে রূপান্তরিত হবে। সেই লক্ষ্যেই কাজ হওয়া প্রয়োজন।” অন্যদিকে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সব কাজই অগ্রাধিকারের ভিত্তিতে করা হয়। যার ফলে এই সাফল্য আমাদের।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।