জানুয়ারির শেষে সুখবর, কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩% DA বৃদ্ধির ঘোষণা!

বছরের শুরুতেই জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (Dearness Allowance) এক ধাক্কায় ৫৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীর জীবনে স্বস্তি নিয়ে আসবে।

ডিএ বৃদ্ধির ঘোষণা

জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।
– সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে:
সরকারি কর্মচারীরা এখন তাদের মূল বেতনের উপর ৫৩ শতাংশ ডিএ পাবেন।
– অতিরিক্ত ডিএ বকেয়া:
– জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অতিরিক্ত ডিএর বকেয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রদান করা হবে।
– জানুয়ারি ২০২৫ থেকে বর্ধিত ডিএ নতুন বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত হবে।

READ MORE:  7th Pay Commission: অপেক্ষার আর ৩ দিন! মার্চেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র, DA নিয়ে নয়া আপডেট | Central Government Dearness Allowance Update

পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা

সরকারের ঘোষণা অনুযায়ী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ডিএও বাড়ানো হয়েছে।
– পেনশনভোগীরা তাদের মূল পেনশন বা পারিবারিক পেনশনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ পাবেন।
– এই সংশোধিত ডিএ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।

সরকারি কর্মীদের মধ্যে খুশির সাড়া

জম্মু ও কাশ্মীর সরকারের এই সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ এনেছে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। বর্ধিত ডিএ তাদের আর্থিক সুরক্ষা এবং ক্রয়ক্ষমতা বাড়াবে।

READ MORE:  DA না দিয়ে কত সাশ্রয় করেছে পশ্চিমবঙ্গ সরকার? প্রকাশ্যে চমকপ্রদ হিসেব

ন্যাশনাল কনফারেন্স সরকারের ভূমিকা

২০২৪ সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স সরকার গঠন হয়।
– মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা:
– মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন।
– জম্মু ডিভিশন গঠন এবং বন্দে ভারত ট্রেন উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসাও করেছেন।

জম্মু ও কাশ্মীর সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের আর্থিক সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর হলে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর মুখে হাসি ফুটবে।

READ MORE:  Kia Cars: Airbag নিয়ে চরম সমস্যা, এই মডেলের ৮০ হাজার গাড়ি ফেরত নিচ্ছে KIA | Kia Motors taking 80,000 Vehicles Back and Promises to Repair for Free

Scroll to Top