লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জিও-র হাত ধরে বদলে যাবে স্মার্ট টিভি দেখার ধরুন, এল জিও টেলি ওএস

Published on:

রিলায়েন্স জিও সম্প্রতি ডিজনির সাথে হাত মিলিয়ে জিও হটস্টার লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি পরবর্তী প্রজন্মের স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম নিয়ে এল। এই অপারেটিং সিস্টেমকে JioTele OS নামে লঞ্চ করা হয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে সংস্থাটি স্মার্ট টিভি এবং ডিজিটাল এন্টারটেইনমেন্টের বাজারে রাজ করার পরিকল্পনা নিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে যে, ব্যবহারকারীরা জিওটেল ওএসের মাধ্যমে প্রিমিয়াম অভিজ্ঞতা পাবেন, যা বিভিন্ন ধরনের স্মার্ট টিভিতে সাপোর্ট করবে। জিও ইতিমধ্যেই ডিজিটাল কানেক্টিভিটির একটি প্রধান নাম হয়ে উঠেছে এবং এখন সংস্থাটি চাইছে পুরোপুরি স্মার্ট টিভির দখল নেওয়ার।

READ MORE:  ৯০ দিনের জন্য রিচার্জের ঝামেলা শেষ! কোটি কোটি গ্রাহকের জন্য Jio-র বড় ঘোষণা

JioTele OS এই বিশেষ ফিচার সহ এসেছে

সংস্থার তরফে বলা হয়েছে, নতুন এই সফটওয়্যার ব্যবহারকারীদের এআই-চালিত কনটেন্ট সুপারিশ এবং ল্যাগ-ফ্রি ৪কে কনটেন্ট স্ট্রিমিং করতে দেবে। ব্যবহারকারীরা কনটেন্ট, ক্লাউড গেমস এবং প্রিয় ওটিটি অ্যাপের মাধ্যমে আরও বিনোদন উপভোগ করবেন। সংস্থাটি জিওটেলি ওএসের জন্য নিয়মিত আপডেট আনতে থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, নতুন অ্যাপ এবং কনটেন্ট ফর্ম্যাটের দ্রুত সাপোর্ট পাওয়া যাবে এখানে।

READ MORE:  Free Fire Max OB48 রেজিস্ট্রেশন করার তারিখ ঘোষণা হল, বিনামূল্যে ডায়মন্ড জেতার সুযোগ

বেশ কয়েকটি স্মার্ট টিভি ব্র্যান্ডের সঙ্গে জিও-র পার্টনারশিপ

JioTele OS সাপোর্ট সহ আসা স্মার্ট টিভি মডেলগুলি ২১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে বাজারে আসবে। সংস্থাটি যে স্মার্ট টিভি ব্র্যান্ডগুলির সাথে হাত মিলিয়েছে তাদের মধ্যে আছে থমসন, কোডাক, বিপিএল এবং জেভিসি। পাশাপাশি, অন্যান্য ব্র্যান্ডগুলিও ভারতের বাজারে জিওটেলি ওএস চালিত টিভি আনতে সংস্থার সাথে কাজ করতে পারে।

READ MORE:  এসি নাকি কুলার? শরীর বেশি ক্ষতি করে কে? জানলে চমকে উঠবেন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.