জিটিএ নিয়োগে দুর্নীতি মামলা ছাড়লেন বিচারপতি বসু! স্পষ্ট জানিয়ে দিলেন কারণ
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রথম থেকেই নানা টানাপোড়েন চলে আসছে রাজ্য এবং হাইকোর্টে। আর এই আবহে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গেও। গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ) শিক্ষক নিয়োগ দু্র্নীতি মামলায় রীতিমত উঠে আসছে একের পর এক নানা তথ্য। প্রথম থেকেই এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু এবার সেই জিটিএ মামলা (GTA Recruitment Scam) থেকে বেরিয়ে আসতে চলেছেন বিচারপতি।
প্রথম দিকে রাজ্যে জিটিএ মামলা নিয়ে স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় FIR দায়ের করা হয়। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নাম ছিল। আর সেই FIR এর ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ। শেষবারের শুনানিতে বিচারপতি বসু এই মামলার (GTA Recruitment Scam) তদন্ত কত দূর এগিয়েছে তা জানার জন্য বিস্তারিত জবাব চায় কলকাতা হাইকোর্ট। আর, সেই কারণেই এবার রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা – সিআইডি-এর ডিআইজি-কে আজ আদালতের শুনানিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু আজ পূর্বনির্দেশ অনুযায়ী হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জিটিএ মামলা উঠলে রাজ্য সরকারের প্রতি বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। কারণ এদিন যখন এই মামলা নিয়ে কথা ওঠে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার নাকি হাই কোর্টের নেই। শুধুমাত্র এই মামলা শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এই ইস্যুতে রাজ্যের এমন ভূমিকায় রীতিমত হতাশ হন বিচারপতি। তাই কার্যত বিরক্তি প্রকাশ করে তিনি মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি বসু।
কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মন্তব্যের প্রতি পাল্টা আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এইভাবে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে।
কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল যে প্রশ্ন তুলেছেন তাতে খুবই ক্ষুব্ধ হয়েছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তাই তিনি আজ স্পষ্ট জানিয়েছেন যে, যেহেতু অ্যাডভোকেট জেনারেল তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি পুরোপুরি অব্যাহতি নিচ্ছেন। তবে জিটিএ নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু সরে যাওয়ায় মামলা প্রধান বিচারপতির এজলাসে ফিরে যাবে বলেই খবর। এরপর নতুন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.