জোরকদমে প্রস্তুতি, দ্রুত BSNL 5G চালু করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র | BSNL 5G Launching Soon

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর BSNL দ্রুত 5G পরিষেবা চালু করার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। এই মুহূর্তে, তারা 4G নেটওয়ার্ক আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। BSNL জানিয়েছে, এই বছরের মধ্যে ১ লাখ 4G টাওয়ার বসানো হবে। যার মধ্যে ৬৫,০০০ টাওয়ার ইতিমধ্যে বসানো হয়েছে। তবে এসবের মধ্যে 5G সম্পর্কিত পরিষেবার ক্ষেত্রে বড় ঘোষণা করল কেন্দ্র।

বিদেশি সংস্থার সাথে হাত মেলাচ্ছে BSNL

জানা গিয়েছে, সরকার ৫জি নেটওয়ার্ক সরঞ্জামের নিলাম প্রক্রিয়ায় বিদেশি বিক্রেতাদের জড়িত করার কথা বিবেচনা করছে। প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ২ বিলিয়ন ডলারের দরপত্রের পরিকল্পনা করা হয়েছে। ইটি টেলিকমের একটি প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে, বিএসএনএলের পরিষেবা উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Starlink Internet: ভারতের আগে বাংলাদেশে চালু হচ্ছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা? | Starlink Satellite Internet Service Launch in Bangladesh

৪জি পরিষেবার দেশীয় প্রযুক্তির উপরই আস্থা রেখেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে, বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে, মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা এবং নেটওয়ার্ক আপগ্রেডের দ্রুত স্থাপনের জন্য সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ৪জি পরিষেবার জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তৈরি সরঞ্জাম ব্যবহার করছে বিএসএনএল। জানা গিয়েছে যে, সরকার বিএসএনএল ৫জি টেন্ডারের ৫০ শতাংশ দেশীয় ভেন্ডারদের জন্য বরাদ্দ করতে পারে এবং বাকি দেশীয় ও বিদেশি সরবরাহকারীদের জন্য বরাদ্দ থাকতে পারে।

READ MORE:  ১৭ বছর পর মুনাফা, গ্রাহকদের ভালো পরিষেবা দিতে BSNL-র চমকে দেওয়া পদক্ষেপ

দেশব্যাপী 5G পরিষেবা চালু করার জন্য ৭০,০০০ থেকে ১০০,০০০ মোবাইল টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে BSNL। আরও জানা গিয়েছে, দেশজুড়ে উন্নত স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্ক চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।

Scroll to Top