টাকা রেডি রাখুন, বাজারে আসছে TVS ও Suzuki-র এই দুই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

পেট্রল চালিত স্কুটারকে রীতিমতো পাল্লা দিচ্ছে ইলেকট্রিক স্কুটার। দেশজুড়ে বাড়ছে ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা। কোম্পানিগুলি গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে দু’চাকা আনছে বাজারে, যা নিত্য যাতায়াতে গ্রাহকদের ক্রমশ ভরসা হয়ে উঠতে শুরু করেছে। শীঘ্রই বাজারে আরও একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে পারে। তাই আপনি যদি সবুজ পরিবহণে বিশ্বাস করেন এবং বায়ু দূষণ কমাতে চান তাহলে টাকা প্রস্তুত রাখুন।

READ MORE:  স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর, ১০০ শতাংশ নয়, ফোনের ব্যাটারি ভালো রাখতে কত পার্সেন্ট চার্জ দেওয়া উচিত?

TVS Jupiter EV

পেট্রল চালিত স্কুটারের বাজারে পরিচিত নাম টিভিএস জুপিটার। অ্যাক্টিভার পরেই ভারতের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার এটি। এবার সেই বিপুল জনপ্রিয় মডেলের ইলেকট্রিক ভার্সন উপস্থিত করতে চলেছে কোম্পানি। যদিও স্কুটার সম্পর্কিত খুব বেশি তথ্য প্রকাশ করেনি কোম্পানি। এই মুহূর্তে বাজারে দুটি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে টিভিএস – আইকিউব এবং এক্স।

টিভিএস জুপিটার ইভি একটি কৌশলগত পদক্ষেপ কোম্পানির জন্য। কারণ সম্প্রতি হোন্ডাও তাদের জনপ্রিয় মডেল অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন প্রকাশ করেছে। সেই স্কুটারকে টক্কর দিতে টিভিএস জুপিটার ইভি লঞ্চ করতে চলেছে বাজারে। তবে এটি ক্রেতাদের কাছে কবে উপলব্ধ হবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  IRCTC AskDisha Chatbot: IRCTC এর দুর্দান্ত AI টুল, মুখে বলেই সহজে বুক করুন ট্রেন টিকিট, জানুন কীভাবে

Suzuki Burgman EV

সুজুকি ভারতে তাদের পরিচিত বার্গম্যান স্কুটারের ইলেকট্রিক রূপ চালু করার জন্য প্রস্তুত। এই নতুন ইলেকট্রিক স্কুটার চলতি বছরের ডিসেম্বরে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এতে থাকতে পারে ফিক্সড ব্যাটারি। যদিও রেঞ্জ প্রকাশ করেনি সুজুকি। অনুমান করা হচ্ছে যে এর রেঞ্জ ৯০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটারের মধ্যে হতে পারে। দাম প্রায় এক লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা। কোম্পানির লক্ষ্য, এই স্কুটারের বার্ষিক ২৫,০০০ ইউনিট বিক্রি করা।

READ MORE:  ডিসকাউন্টের চক্করে কিনবেন না Samsung ফোন, আপডেট পাবেন না, লিস্ট দেখুন

Scroll to Top