টাকা রেডি রাখুন, বাজারে আসছে TVS ও Suzuki-র এই দুই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার
পেট্রল চালিত স্কুটারকে রীতিমতো পাল্লা দিচ্ছে ইলেকট্রিক স্কুটার। দেশজুড়ে বাড়ছে ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা। কোম্পানিগুলি গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে দু’চাকা আনছে বাজারে, যা নিত্য যাতায়াতে গ্রাহকদের ক্রমশ ভরসা হয়ে উঠতে শুরু করেছে। শীঘ্রই বাজারে আরও একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে পারে। তাই আপনি যদি সবুজ পরিবহণে বিশ্বাস করেন এবং বায়ু দূষণ কমাতে চান তাহলে টাকা প্রস্তুত রাখুন।
পেট্রল চালিত স্কুটারের বাজারে পরিচিত নাম টিভিএস জুপিটার। অ্যাক্টিভার পরেই ভারতের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার এটি। এবার সেই বিপুল জনপ্রিয় মডেলের ইলেকট্রিক ভার্সন উপস্থিত করতে চলেছে কোম্পানি। যদিও স্কুটার সম্পর্কিত খুব বেশি তথ্য প্রকাশ করেনি কোম্পানি। এই মুহূর্তে বাজারে দুটি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে টিভিএস – আইকিউব এবং এক্স।
টিভিএস জুপিটার ইভি একটি কৌশলগত পদক্ষেপ কোম্পানির জন্য। কারণ সম্প্রতি হোন্ডাও তাদের জনপ্রিয় মডেল অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন প্রকাশ করেছে। সেই স্কুটারকে টক্কর দিতে টিভিএস জুপিটার ইভি লঞ্চ করতে চলেছে বাজারে। তবে এটি ক্রেতাদের কাছে কবে উপলব্ধ হবে তা এখনও জানা যায়নি।
সুজুকি ভারতে তাদের পরিচিত বার্গম্যান স্কুটারের ইলেকট্রিক রূপ চালু করার জন্য প্রস্তুত। এই নতুন ইলেকট্রিক স্কুটার চলতি বছরের ডিসেম্বরে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এতে থাকতে পারে ফিক্সড ব্যাটারি। যদিও রেঞ্জ প্রকাশ করেনি সুজুকি। অনুমান করা হচ্ছে যে এর রেঞ্জ ৯০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটারের মধ্যে হতে পারে। দাম প্রায় এক লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা। কোম্পানির লক্ষ্য, এই স্কুটারের বার্ষিক ২৫,০০০ ইউনিট বিক্রি করা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.