লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

টাটা নাকি জিও? ইলেকট্রিক সাইকেলের বাজারে সেরা সাইকেল কোনটি?

Published on:

বর্তমান সময়ে পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি ইলেকট্রিক সাইকেল বাজারে ধীরে ধীরে সুনাম কুড়াচ্ছে। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় যানজট এড়িয়ে চলতে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে ইলেকট্রিক বাইসাইকেল এখন সেরা বিকল্প হয়ে দাঁড়িয়েছে। 

আজ আমরা তুলনা কর দেশের অন্যতম জনপ্রিয় দুটি ইলেকট্রিক সাইকেল EMotorad Doodle V3 এবং Motovolt Hum-এর মধ্যে। এই দুটি সাইকেলের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হতে পারে, চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। 

নিরাপত্তা ও ব্রেকিং সিস্টেম

নিরাপত্তার দিক থেকে যদি আমরা EMotorad Doodle V3 এবং Motovolt Hum সাইকেল দুটিকে তুলনা করি তাহলে দুটি সাইকেলেই রয়েছে আধুনিক ব্রেকিং সিস্টেম। 

  • EMotorad Doodle V3 সাইকেলের সামনে এবং পিছনে রয়েছে ডিস্ক ব্রেক, যা দ্রুত এবং কার্যকর ভাবে ব্রেক কন্ট্রোল করতে সাহায্য করে থাকে।
  • Motovolt Hum সাইকেলটি বিশেষ করে শহরের রাস্তায় ব্যবহারের জন্য উপযুক্ত। কারণ এই সাইকেলটিতেও ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে।
READ MORE:  নতুন পে কমিশনে লক্ষ্মীলাভ হবে স্কুল শিক্ষকদের, বেতন বাড়বে তিনগুন

মোটর এবং পারফরম্যান্স

যেকোন ইলেকট্রিক সাইকেলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো তার মোটর এবং তার গতি। 

  • EMotorad Doodle V3 সাইকেলটিতে রয়েছে ২৫০ ওয়াট হাব মোটর, যা সর্বোচ্চ ২৫ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে পারে। এই সাইকেলটি বিশেষ করে অফ রোড এবং রাফ ড্রাইভিং-এর জন্য দুর্দান্ত কার্যকর।
  • Motovolt Hum সাইকেলটিতেও রয়েছে ২৫০ ওয়াটের একটি মোটর, যা মূলত শহরের মসৃণ রাস্তায় চালানোর জন্য ডিজাইন করা হয়েছে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি 

  • EMotorad Doodle V3 সাইকেলটি একটি ফোল্ডেবল ইলেকট্রিক সাইকেল, যা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তাই এটি খুবই হালকা এবং টেকসই। বড় ফ্যাট-টায়ার থাকার কারণে অফ রোডেও স্বাচ্ছন্দ্য চালানো যায় এই সাইকেলটি। 
  • Motovolt Hum সাইকেলটি স্টিল ফ্রেমের কারণে কিছুটা ভারী হলেও যথেষ্ট টেকসই। শহরে ব্যবহারের জন্য উপযুক্ত এই সাইকেলটি। 
READ MORE:  CAG Report: Jio-কে বিলই দেয়নি BSNL! সরকারের ক্ষতি ১৭৫৭০০০০০০০ কোটি | BSNL Fails To Bill Mukesh Ambani's Reliance Jio

ব্যাটারি এবং রেঞ্জ 

  • EMotorad Doodle V3 সাইকেলটিতে রয়েছে 10.4Ah লিথিয়াম আয়ন বাটারি, যা একবার চার্জ দিলে সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। 
  • Motovolt Hum সাইকেলটিতে রয়েছে 12.8Ah ব্যাটারি, যা একবার চার্জ দিলে সর্বোচ্চ ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। ব্যাটারির ক্ষেত্রে এই সাইকেলটি বেশি সুবিধাজনক।

এক্ষেত্রে বলে রাখি, দুটি সাইকেলেই চার্জ দিতে একই সময় লাগে। অর্থাৎ, চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে চার্জ সম্পূর্ণ হয়ে যায়। 

READ MORE:  Truecaller-র খেল খতম! বাজারে আসছে CNAP পরিষেবা, কল আসলেই নাম দেখাবে

অতিরিক্ত ফিচার এবং দাম

  • EMotorad Doodle V3 সাইকেলটিতে LCD ডিসপ্লে, LED লাইট এবং মাল্টি-গিয়ার সিস্টেম প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই সাইকেলটি ৪৫,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকার মধ্যে পাওয়া যাবে।
  • Motovolt Hum সাইকেলটিতে রয়েছে স্টার্টআপ কানেক্টিভিটি, জিপিএস ট্র্যাকিং এবং রিমুভেবল ব্যাটারির প্রযুক্তি। এই সাইকেলটি ৩৫,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকার মধ্যে পাওয়া যাবে। 

কোন সাইকেলটি সেরা?

যদি আপনি অফ রোড বা শক্তিশালী বিল্ড কোয়ালিটির সাইকেল চান তাহলে EMotorad Doodle V3 সাইকেলটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কিন্তু যদি শহরের মধ্যে স্বাচ্ছন্দে চলার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক সাইকেল চান তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Motovolt Hum সাইকেলটি। তাই এখনই নিজের প্রয়োজনমত একটি সাইকেল কিনে নিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.