টানলে স্ক্রিন বড় হবে, রোলেবল ডিসপ্লের ফোনের পেটেন্ট জমা করলো Samsung
Samsung প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষানিরীক্ষা করে এবং তাদের ফ্যানদের অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন ব্যবহারের সুযোগ দেয়। সম্প্রতি আমেরিকার পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে (USPTO) স্যামসাং ইলেকট্রনিক্স একটি রোলেবল স্মার্টফোনের (Samsung Rollable Smartphone) ডিজাইন পেটেন্ট জমা করেছে। এই নয়া পেটেন্ট থেকে একটি ভিন্নধর্মী ফোনের ডিজাইন উঠে এসেছে, যা বর্তমান ফ্লিপ ও ফোল্ড ফোনের ডিজাইনের থেকে আলাদা।
পেটেন্ট অনুযায়ী, এই স্যামসাং ফোনটি সাধারণ অবস্থায় কমপ্যাক্ট সাইজে থাকবে, তবে প্রয়োজনে এটি উল্লম্বভাবে প্রসারিত হয়ে বড় স্ক্রিনে পরিণত হবে। এর ফলে ব্যবহারকারীরা একটিমাত্র ডিভাইসে ছোট এবং বড় উভয় ডিসপ্লের সুবিধা পাবেন। পেটেন্টে থেকে আরও জানা গেছে যে, এই ফোনের উপরের অংশ প্রসারিত হওয়ার পর দুটি রিয়ার ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে।
পেটেন্ট ডকুমেন্টের বিভিন্ন ছবি, বিশেষত Fig. 2, 3, 4, 5 ও 8, স্যামসাং ফোনটির বাইরের ডিজাইন স্পষ্টভাবে তুলে ধরেছে। সামনের দিক থেকে ডিভাইসটি দেখতে বেশ স্মার্ট ও আধুনিক হবে। আবার উপরের, বাঁ ও ডান পাশে সরু বেজেল দেখা যাবে। ডিজাইন অনুযায়ী, স্মার্টফোনটি স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসের তুলনায় কিছুটা মোটা হতে পারে, কারণ এতে একটি রোলেবল মেকানিজম ব্যবহার হবে।
যদিও পেটেন্ট ডকুমেন্টে ফোনটির কোনো হার্ডওয়্যার স্পেসিফিকেশন উল্লেখ নেই, তবে এটি গ্যালাক্সি জেড ফ্লিপ ও গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো একটি প্রিমিয়াম ফোন হবে। সাধারণত স্যামসাং এই ধরনের ডিভাইসে গ্যালাক্সি S সিরিজের মতোই পাওয়ারফুল চিপসেট ব্যবহার করে থাকে।
উল্লেখ্য, স্যামসাং ২০১৯ সাল থেকেই রোলেবল ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে শোনা গিয়েছিল। অপরদিকে, ওপ্পো ও মোটোরোলা-র মতো কোম্পানিগুলিও স্লাইডিং ও এক্সপেন্ডেবল ডিসপ্লে নিয়ে পরীক্ষা কাজ শুরু করেছে। এখন দেখার কত তাড়াতাড়ি রোলেবল ডিসপ্লের স্মার্টফোন বাজারে আসে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
This website uses cookies.