প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নেয় ট্রেন পরিষেবাকে। কিন্তু মাঝে মধ্যেই সেই পরিষেবায় ব্যাঘাত ঘটে। এই আবহে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! একগুচ্ছ লোকাল ট্রেন ও এক্সপ্রেস বন্ধ (Trains Cancel) থাকার সম্ভাবনা। রেল সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং-র কাজ চলবে। তাই আজ থেকেই যাত্রী দুর্ভোগ পোহাতে হবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
২০০ টি লোকাল ট্রেন বন্ধ!
দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে গত মাসেই অর্থাৎ মার্চেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। আজ থেকে হাওড়া-খড়্গপুর ডিভিশনে আগামী ১৯ দিনে একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। দফায় দফায় হবে এই ট্রেন বাতিল। আজ অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত, ১৯ দিন ধরে একাধিক ট্রেন বাতিল থাকার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় ২০০ টি লোকাল ট্রেন, প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এই সংক্রান্ত ফের আরও একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে।
২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। তবে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। কিন্তু ১২ থেকে ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ১৫ মে ও ১৬ মে ৮টি করে লোকাল বাতিল থাকবে। এবং ১৮ মে ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে। ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেন ও লোকালের। এবং এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাতিল দিঘা পুরীর একাধিক ট্রেন
শুধু মাত্র হাওড়া-খড়্গপুর ডিভিশনে ট্রেন বাতিল নয় এর সঙ্গে দিঘা পুরী যাওয়ার একাধিক ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। ৫ মে, ১৭ মে ও ১৮ মে বাতিল করা হয়েছে ১২৮৮৩/১২৮৮৪ রূপসী বাংলা এক্সপ্রেস, ১১ মে বাতিল করা হয়েছে ১২২৭৭/১২২৭৮ শতাব্দী এক্সপ্রেস, ২২৮৯৭ কাণ্ডারী এক্সপ্রেস, ১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া–পুরী এক্সপ্রেস। অন্যদিকে ৪ মে ১২৮৮৮ পুরী–শালিমার সাপ্তাহিক, ৫ মে ১২৮৮৭ শালিমার–পুরী সাপ্তাহিক, ৬ মে ২২৮৩৬ পুরী–শালিমার এবং ৭ মে ২২৮৩৫ শালিমার–পুরী বাতিল করা হবে। এছাড়াও ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস আগামী ১০ মে ও ১৭ মে বাতিল করা হয়েছে।